বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের (India) বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ জিগির তুলেছিল পাকিস্তান! পশ্চিম দিকের দেশ থেকে প্রতিমুহূর্তে পরমাণু হামলার হুমকি ভেসে এসেছে এদেশে! নিজেদের অপকর্মের জালে জড়িয়ে একেবারে নাজেহাল অবস্থা সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানের! তবে তা সত্বেও প্রতিবেশী ভারতের বিপক্ষে যুদ্ধ শুরুর দাবি তুলেছিলেন সে দেশের বহু নাগরিক।
ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে পরিণাম যে কতটা ভয়ঙ্কর হবে, তা বুঝতে পেরেই ঘাম ছুটেছে পাক সেনাদের। ওপার থেকে যা খবর আসছে, ইতিমধ্যেই নাকি আক্রমণের ভয়ে গণইস্তফা দিয়েছেন 1200 জন পাক সেনা জাওয়ান। সূত্রের যা খবর, পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারিও দেশের জন্য আর কাজ করবেন না বলেই নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন! প্রশ্ন উঠছে, এবার কোথায় যাবে পাকিস্তান?
ভারতের ভয়ে কাঁপছে পাক সেনারা
পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের তরফে যে প্রত্যাঘাত আসবে, সেই আশঙ্কা আগেভাগেই করে নিয়েছিল পাকিস্তান। 26 জন নিরীহ পর্যটকের মৃত্যুর বদলা নেওয়া হবে বলেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মতো বিরোধী পাকিস্তানের সাথে একাধিক ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করেছে দিল্লি। সিন্ধু জল চুক্তি বাতিল থেকে শুরু করে সে দেশের সাথে বাণিজ্য স্থগিত, পাক নাগরিকদের ভিসা বাতিল সহ একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র।
আর এরপরই ভারতের তরফে জোড়ালো আক্রমণের আশঙ্কায় রক্তচাপ বেড়েছে পাক সেনা কর্তাদের। জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের সেনাকর্মীদের মনোবল একেবারে তলানিতে ঠেকেছে। এমতাবস্থায়, ভারতের বিরুদ্ধে পদক্ষেপের পরিণাম বুঝতে পেরেই একে একে পদত্যাগ শুরু হয়েছে পাক সেনা শিবিরে। সূত্রের যা খবর, বিগত 48 ঘন্টায় 250 জন পাক সেনা অফিসার ইস্তফা দিয়েছেন। বর্তমানে পাকিস্তানি সেনাকর্মীদের চাকরি ছাড়ার সংখ্যাটা দাঁড়িয়েছে 1200-তে।
কোন কারণ দেখিয়ে ইস্তফা দিচ্ছেন পাক সেনারা?
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের সেনা জাওয়ান থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পদের অফিসাররাও ইতিমধ্যেই নিজেদের চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। জানা যাচ্ছে, মূলত শারীরিক অসুস্থতা ও মানসিক চাপকে কারণ হিসেবে দেখিয়ে ইস্তফা নিয়েছেন 1200 জনেরও বেশি পাকিস্তানি সেনা কর্মী ও আধিকারিক।
ইস্তফা দিলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা
পাকিস্তান সেনাবাহিনীতে ইস্তফার জিগির ওঠায় ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে ডিজি আইএসপিআর মেজর জেনারেল একটি চিঠিতে পাক সেনা কর্মীদের কড়া বার্তা দিয়ে রেখেছেন। চিঠিটিতে বলা হয়েছে, সেনারা চাকরি ছেড়ে দিলে সীমান্ত রক্ষা করবে কারা? কোনও সেনা কর্মী ইস্তফা দিতে পারবেন না। যদি কেউ এই নিয়মের অবাধ্য হন সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অবশ্যই পড়ুন: কেন রান পাচ্ছে না ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ? KKR-র ভুল ধরিয়ে দিলেন কুম্বলে
জেনারেল মুনিরকে বরখাস্ত করার আবেদন
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম যা জানাচ্ছে, পাক সেনাবাহিনীর বেশিরভাগ জাওয়ানরাই চিঠিতে জানিয়েছেন, জেনারেল আসিম মুনিরের নেতৃত্ব তাদের ভাল লাগছে না। তাঁকে সেনাপ্রধানের পদ থেকে না সরানো হলে সকলে একসাথে গণবিক্ষোভে নামবেন। সব মিলিয়ে, ভারতের সাথে যুদ্ধ তো দূর, সেনাবাহিনীর অভ্যন্তরে একাধিক দ্বন্দ্ব নিয়ে এখন একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা পাকিস্তানের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |