বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক পটভূমিতে ভাল-খারাপ সব নিয়েই আরও দুর্বল হয়ে পড়ল ভারতীয় পাসপোর্ট। বুধবার প্রকাশিত 2025 হেনলি পাসপোর্ট সূচকে (2025 Henley Passport Index) ভারতীয় পাসপোর্ট 80তম স্থান থেকে সরে 5 ধাপ পিছিয়ে 85তম স্থানে জায়গা পেয়েছে। তবে শুধু ভারত নয়, ট্রাম্প জামানায় প্রথম দশের তালিকায় নেই আমেরিকার পাসপোর্টও। এদিকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে পাসপোর্ট সূচকের তালিকায় মগডালে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট।
ভিসা ফ্রি ভ্রমণের ক্ষেত্রেও পিছিয়ে পড়েছে ভারত
গতবছর হেনলি পাসপোর্ট সূচকে গোটা বিশ্বের মধ্যে 80 তম স্থান পেয়েছিল ভারতীয় পাসপোর্ট। যার দরুণ, এতদিন বিশ্বের অন্তত 62টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারতেন ভারতের নাগরিকরা। তবে চলতি বছর পাসপোর্ট সূচকে ধাক্কা খাওয়ায় এবার ভারতীয় পাসপোর্টধারীরা মাত্র 57টি দেশে ভিসা ফ্রি ভ্রমণের সুযোগ পাবেন।
বলাই বাহুল্য, এবছর পাসপোর্ট সূচকে ভিসা ফ্রি ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে জায়গা পেয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট। এই দেশের নাগরিকরা 193টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে উত্তর কোরিয়া। এই দেশের নাগরিকরা 190টি দেশে ভিসা মুক্ত ভ্রমণের সুবিধা পাবেন। এছাড়াও তালিকার তৃতীয় স্থানে জায়গা পেয়েছে জাপান। কাজেই জাপানিরা এবার থেকে 189টি দেশে কোনও রকম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
প্রথম পাঁচে আর কোন কোন দেশের পাসপোর্ট?
চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট গুলির তালিকায় প্রথমে সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে সাউথ কোরিয়া এবং তৃতীয় স্থানে জাপানের পাশাপাশি তালিকার চতুর্থ স্থানে রয়েছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন এবং সুইজারল্যান্ড। এই দেশগুলির নাগরিকরা কম করে 188টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এরপর তালিকার পঞ্চম স্থানে রয়েছে, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। এই দেশগুলি কম করে 187টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। জানিয়ে রাখি, দীর্ঘ সময় পর পাসপোর্ট সূচকে বড় ধাক্কা খেয়েছে আমেরিকার পাসপোর্ট। এই মুহূর্তে গোটা বিশ্বে 12 নম্বর স্থানে মালয়েশিয়ার সাথে জায়গা ভাগাভাগি করেছে আমেরিকান পাসপোর্ট।
অবশ্যই পড়ুন: বিশ্ব ক্রিকেটে এল নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’! রইল খুঁটিনাটি
বাংলাদেশ এবং পাকিস্তানের পাসপোর্ট তালিকায় কততে?
বলে রাখা ভাল, বিদেশে ভ্রমণ করার জন্য প্রয়োজন ভিসার। তবে বিশ্বের বিভিন্ন দেশ বিনা ভিসায় বেশ কয়েকটি দেশে ভ্রমণের অনুমতি দেয়। তার উপরেই নির্ভর করে তৈরি হয় পাসপোর্ট সূচক। এ বছরের পাসপোর্ট সূচক অনুযায়ী ভারতের পাসপোর্ট তালিকার 85 নম্বরে থাকলেও পড়শি বাংলাদেশের পাসপোর্ট রয়েছে তালিকার 100 নম্বরে। সেই সাথেই ইউনূসের দেশের পাসপোর্ট বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট। এছাড়াও আর এক প্রতিবেশী পাকিস্তানের পাসপোর্ট জায়গা পেয়েছে তালিকার 92 নম্বরে।