বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়ঙ্কর অবস্থা পাকিস্তানে! একটানা ভয়াবহ মৌসুমি বৃষ্টিপাতের কারণে মৃত্যু হয়েছে অন্তত 203 জন পাকিস্তানির। পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ইতিমধ্যেই শনিবার পর্যন্ত অন্তত 203 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 203 জনের মধ্যে বেশিরভাগই শিশু।
পাঞ্জাব প্রদেশে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি
রিপোর্ট অনুযায়ী, গত জুন মাসের শেষ থেকে একটানা মৌসুমি বৃষ্টিপাতের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাঞ্জাব প্রদেশে মৃত্যুর হার সবচেয়ে বেশি। জানা যাচ্ছে, একনাগাড়ে বর্ষণের কারণে পাঞ্জাব প্রদেশে মৃত্যু হয়েছে 123 জনের। একইভাবে খাইবার পাখতুনখোয়ায় একটানা বর্ষণে প্রাণ গিয়েছে 40 জনের। এছাড়াও সিন্ধু, বালুচিস্তান ও ইসলামাবাদ মিলিয়ে আরও 40 জনের মৃত্যু হয়েছে বলেই খবর।
তবে সবচেয়ে দুঃখের বিষয়, পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বলছে, একটানা মৌসুমি বৃষ্টির কারণে মৃত 203 জনের মধ্যে 97 জনই শিশু। এখানেই শেষ নয়, মৃতদের পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে 560 জন পাকিস্তানি। তাদের মধ্যে আবার 182 জনই শিশু।
Pakistan monsoon death toll rises to 203, at least 562 injuredhttps://t.co/4zCrygBXTc
— Khaleej Times (@khaleejtimes) July 19, 2025
অবশ্যই পড়ুন: ম্যানচেস্টার টেস্টের আগেই চোট টিম ইন্ডিয়ার তারকা পেসারের, এন্ট্রি নিচ্ছেন CSK-র তরুণ!
কীভাবে মৃত্যু হয়েছে রেকর্ড সংখ্যক পাকিস্তানির?
রিপোর্ট বলছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, রাওয়ালপিন্ডি, জেলাম সহ একাধিক এলাকা ভারী বর্ষণের কারণে বন্যার জলে প্লাবিত। জানা যাচ্ছে, ফৌজি কলোনি ও তেঞ্চ ভাটায় বাড়ির ছাদ সমান জল উঠে গিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র ঘরের ছাদ ধসে গিয়ে প্রাণ হারিয়েছেন 118 জন পাকিস্তানি। এছাড়াও আকস্মিক বন্যা, বিদ্যুৎপৃষ্ট, জলে ডুবে যাওয়া, বাজ পড়ে, পাহাড় ধস সহ আরও একাধিক কারণে মৃত্যু হয়েছে মোট 203 জন পাকিস্তানির। যাদের মধ্যে শিশুর সংখ্যা চোখে পড়ার মতো।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |