বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড়সড় দুর্ঘটনার কবলে ফুটবলাররা! জানা যাচ্ছে, মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে নৌকাডুবির(Boat Accident) ঘটনায় কমপক্ষে 25 জনের মৃত্যু হয়েছে। সূত্র বলছে, নিহতদের মধ্যে বেশিরভাগই ফুটবলার। সোমবারের এই ঘটনায় নিখোঁজ হয়েছেন অনেকেই।
কোথায় ঘটল এই হাড়হীম করা ঘটনা?
বেশ কিছু সংবাদ প্রতিবেদন মারফত খবর, মধ্য আফ্রিকার অন্যতম দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর পশ্চিমাঞ্চলে কাওয়া নদীতে এই ভয়ঙ্কর নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। সোমবার রাতে স্থানীয় সংবাদ মাধ্যম এই প্রাণহানির ঘটনাটি প্রকাশ্যে আনে। জানা যাচ্ছে, জলপথে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার সময় আচমকা উল্টে যায় নৌকাটি, আর এরপরই গভীর জলে পড়ে যান যাত্রীরা। যেই দুর্ঘটনায় কমপক্ষে 25 জনের প্রাণ গেছে। তবে কোনও মতে প্রাণে বেঁচেছেন 30 জন আরোহী।
নিহতদের মধ্যে বেশিরভাগই ফুটবলার
সম্প্রতি প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কাওয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় অন্তত 25 জনের প্রাণ গেছে। এমপুতু বলেন, মূলত রাতের বেলায় নৌকা চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, দুর্ঘটনাকবলিত নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সূত্র বলছে, মুশি শহরে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে থেকে ম্যাচ খেলে বাড়ির উদ্দেশ্যে জলপথে রওনা দিয়েছিলেন ফুটবলাররা। স্থানীয় সময়, রাত 11 টা নাগাদ নৌকাটি যখন মুশি বন্দর ছেড়ে 12 কিলোমিটার অতিক্রম করে এসেছে ঠিক সেই সময় যাত্রা পথের মাঝামাঝি আসতেই পাল্টি খায় নৌকাটি।
অবশ্যই পড়ুন: জুনেই বড় পরীক্ষা ভারতের! প্রতিপক্ষ এই শক্তিশালী দল, রইল নতুন সিরিজের সূচি
এরপরই ভয়াবহ সেই দুর্ঘটনায় জলে ডুবে মৃত্যু হয় 25 জন আরোহীর। জানা গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই তরুণ ফুটবলার।। পুলিশ সূত্রে খবর, নৌকাডুবির ঘটনায় 25 জন বাদে বাকি সকলেই প্রাণে রক্ষা পেয়েছেন। তবে প্রকাশ্যে আসা বেশ কিছু রিপোর্ট বলছে, নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন ফুটবলারের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় মুশি পুলিশ স্টেশন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |