ফের আফগানিস্তানে এয়ারস্ট্রাইক পাকিস্তানের, নিহত ৩ ক্রিকেটার সহ আটজন

Published:

Pakistan Airstrike On Afghanistan
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের আফগানিস্তানে এয়ারস্ট্রাইক করল পাকিস্তান (Pakistan Airstrike On Afghanistan)। নিহত হয়েছে তিনজন আফগান ক্রিকেটার সহ মোট আটজন। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশ পথে হামলা চালিয়েছে সন্ত্রাসের দেশ। আর এতেই প্রাণ গিয়েছে ক্রিকেটার সহ মোট আটজন আফগান নাগরিকের।

সিরিজ থেকে নাম তুলে নিল আফগানিস্তান

প্রসঙ্গত, নভেম্বরে পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে ত্রিদেশীয় একটি সিরিজ হওয়ার কথা ছিল। তবে আচমকা পাকিস্তানের এই এয়ারস্ট্রাইকে ক্রিকেটারসহ আফগান নাগরিকদের মৃত্যুর কারণেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড ওই সিরিজ থেকে নিজেদের নাম তুলে নিয়েছে। এমনকি বোর্ডের তরফ থেকে ক্রিকেটারদের মৃত্যুর জন্য শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তিনজনের নাম এবং ছবিও প্রকাশ করেছে আফগান ক্রিকেট বোর্ড।

এসিবি’র তরফ থেকে বলা হয়েছে, পাকতিকা প্রদেশের উরগুন জেলার ক্রিকেটারদের উপর পাকিস্তান হামলা চালিয়েছে। আর এতে মোট তিনজন ক্রিকেটার শহীদ হয়েছে। এমনকি পাঁচজন সাধারণ নাগরিকরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। ওই ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্যই পাকতিকার রাজধানী শারানায় গিয়েছিল। আর সেখান থেকে উরগুনে ফেরার পথেই তাদেরকে নিশানা করে হামলা করা হয়।

এমনকি বোর্ডের তরফ থেকে এও বলা হয়েছে, আফগানিস্তান ক্রীড়া জগতের বিরাট ক্ষতি হয়ে গেল। ওদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী নভেম্বর মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল, সেখান থেকে আফগানিস্তান নিজেদেরকে সরিয়ে নিচ্ছে।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ! ভারতীয় রেলে ১১৫৯ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ

ক্ষোভ উগড়ে দিলেন রশিদ খান

উল্লেখ্য, আফগানিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, “পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই হামলায় অনেক মহিলা, শিশু এবং ক্রিকেটারদের প্রাণ গিয়েছে। আর ওই ক্রিকেটারগুলি আন্তর্জাতিক মঞ্চের খেলার স্বপ্ন দেখেছিল। এই ধরনের কাজ মানবাধিকার লংঘন করে। এর যোগ্য জবাব দেওয়া উচিত। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আর এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি। কারণ দেশ সবার আগে।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join