বাংলাদেশে কুরবানির পশু কাটতে গিয়ে আহত ৩০০ পার!

Published on:

300 injured in Bangladesh while slaughtering sacrificial animals Qurbani hazards

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঈদের জন্য কুরবানীর পশু কাটতে গিয়েই মৃত্যুর (Qurbani Hazards) দ্বার প্রান্ত থেকে ফিরে এলেন 300-র বেশি মানুষ। হ্যাঁ, হিসেবটা দিয়েছে বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যম। ওপার বাংলার ওই সংবাদমাধ্যম সূত্রে খবর, ঈদের আগে শুধুমাত্র কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত অন্তত 120 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আরও দুই শতাধিক আহত ব্যক্তিকে পঙ্গু হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেই খবর।

কীভাবে আহত হলেন শতাধিক মানুষ?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের রাজধানী ঢাকা ও তার আশেপাশে কুরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথি, ধাক্কা, গুতো ও ধারালো অস্ত্রের আঘাতে নারী ও শিশুসহ মোট 120 জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। জানা যাচ্ছে, আঘাত গুরুতর হওয়ায় আরও 2 জনকে জরুরী বিভাগে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে, ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহম্মদ ফারুক জানিয়েছেন, পবিত্র ঈদ উপলক্ষ্যে পশু কুরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্র ও গরুর আঘাতে নারী ও শিশু সহ অন্তত 120 জনকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে জরুরী ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

অবশ্যই পড়ুন: বন্ধুর পিঠে ছুরি! ভারতের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন করা দেশের সাথেই চরম বেইমানি পাকিস্তানের

প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান সূত্রে খবর, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত হাসপাতালে অন্তত 201 জন রোগী চিকিৎসার জন্য এসেছিলেন। জানা যায়, তাঁদের মধ্যে কারও হাত কেটে গিয়েছে, কারও খোয়া গিয়েছে আঙুল, কেউ আবার পশু কুরবানি দিতে গিয়ে চোখ হারিয়েছেন বলেই খবর! তবে সবমিলিয়ে যা পাওয়া যাচ্ছে তাতে, শনিবার ঈদ উৎসবকে সামনে রেখে গরু কুরবানি করতে গিয়ে 300-র বেশি মানুষ আহত হয়েছেন নানা ভাবে।

সঙ্গে থাকুন ➥