জঙ্গি কার্যকলাপের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার ৩৬ বাংলাদেশি! তাড়ানো হচ্ছে দেশে

Published:

36 Bangladeshis arrested in Malaysia for terrorist activities
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানিদের দেখানো পথে হেঁটে উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 36 জন বাংলাদেশিকে গ্রেফতার (36 Bangladeshis Arrested In Malaysia) করলো মালয়েশিয়ার পুলিশ। যার মধ্যে দিয়ে, বিগত কয়েক বছর আগে পাকিস্তানিদের দেশ থেকে বহিষ্কারের স্মৃতিও চনমনে হয়ে উঠেছে। শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

একসাথে 36 বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার পুলিশ

সম্প্রতি মালয়েশিয়ার এক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদন স্পষ্ট জানিয়েছে, গত 24 এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর অঞ্চলে নিরাপত্তা অভিযান চালাচ্ছে পুলিশ। মূলত তিনটি ধাপে এই অভিযান পরিচালিত হয়েছিল।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ওই অঞ্চলে লুকিয়ে থাকা 36 জন বাংলাদেশিকে গ্রেফতার করে মালয়েশিয়ার পুলিশ। সূত্রের খবর, ওই 36 প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগ ছিল। মালয়েশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, মূলত উগ্র জঙ্গি আন্দোলনের সাথে সরাসরি যোগ থাকায় ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়।

15 জনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়

মালয়েশিয়ার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ওই 36 বাংলাদেশির মধ্যে 15 জনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে 5 জনের বিরুদ্ধে মালয়েশিয়ার দন্ডবিধির সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে বাকি 16 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

অবশ্যই পড়ুন: বাংলাদেশ থেকে পাট আমদানি বন্ধ হওয়ায় ধাক্কা খাবে ভারত! কতটা ক্ষতি হবে?

উগ্রতা ছড়াচ্ছিলেন বাংলাদেশিরা

গত শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানিয়েছিলেন, ওই 36 জন বাংলাদেশি একটি গোষ্ঠীর হয়ে দেশে চরমপন্থার মতাদর্শ ছড়াচ্ছিল। জানা যায়, মালয়েশিয়ার সরকারকে উৎখাতের উদ্দেশ্যে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও অর্থ সংগ্রহের কাজ চলছিল তাদের উদ্যোগেই। যা জানতে পেরেই তাঁদেরকে হাতে নাতে ধরে পুলিশ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর শেষ সংযোজন ছিল, মূলত দেশকে শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সন্ত্রাসবাদ মুক্ত রাখতেই একজোট হয়ে কাজ করছে প্রশাসন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join