সৌদি আরব্যে মৃত্যু মিছিল! হজে গিয়ে প্রচণ্ড দাবদাহে প্রাণ হারালেন ৫৫০ জন, অসুস্থ বহু

Published on:

saudi-arabia

বিগত কিছু সময় ধরে তীব্র তাপদাহে পুড়ছে ভারতের বেশ কিছু রাজ্য। কিছু কিছু রাজ্যের তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রি অবধি ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুও হয়েছে অনেকের। তবে এবার তাপপ্রবাহে নিরিখে সব রেকর্ড ভেঙে দিল অন্য এক দেশ। তীব্র গরমের জেরে এক ধাক্কায় মৃত্যু হল শয়ে শয়ে মানুষের। মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৫৫০ জন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৫৫০ জনের মৃত্যু

আসলে আজ যে দেশ নিয়ে কথা হচ্ছে সেই দেশের নাম হল সৌদি আরবে। সেখানে হজ করতে গিয়ে তাপপ্রবাহের কাছে হার মানলেন ৫৫০ জন হজ যাত্রী। মৃত্যু হল এতগুলো মানুষের। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, দেশের তাপমাত্রা এক ধাক্কায় ৫২ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। এদিকে এত গরম সহ্য করতে না পেরে সৌদিতে তীব্র তাপপ্রবাহে মৃত্যু হল ৫৫০ হজ যাত্রীর।

মৃতদের মধ্যে বেশি মিশরের

৫৫০ জনের মধ্যে বেশিরভাগই রয়েছেন মিশরের। ৩২৩ জন মিশরীয় গরমে মারা গিয়েছেন। বাকিরা অন্যান্য দেশ থেকে সৌদিতে হজ করতে গিয়েছিলেন। জর্ডানের ৬০ বাসিন্দার মৃত্যু হয়েছে। এদিকে আরবের একজন কূটনীতিক মিসরের ৩২৩ জন তীর্থযাত্রীর মধ্যে একজন বাদে বাকিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ধাক্কাধাক্কির সময় এক হজযাত্রী আহত হন। মক্কার নিকটবর্তী আল-মুয়াসিমের হাসপাতাল মর্গ থেকে এই তথ্য উঠে এসেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তীব্র গরমে কমপক্ষে ৬০ জন জর্ডানিও নিহত হয়েছে। যদিও আম্মানে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ৪১ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। সর্বশেষ পরিসংখ্যানসহ এখন পর্যন্ত অনেক দেশের মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৭ জনে। কূটনীতিকরা জানিয়েছেন, মক্কার অন্যতম বড় মর্গ আল-মুয়াসিমে মোট ৫৫০টি মরদেহ রয়েছে।

৫১ ডিগ্রি পারদ পার

সেখানকার আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার মক্কায় গ্র্যান্ড মসজিদ এলাকায় তাপমাত্রা ছাড়িয়েছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। যদিও স্বাভাবিকের থেকে ফিল লাইক তাপমাত্রা আরও অনেকটাই ছিল। উল্লেখ্য, ২০২৩ সালে হজ করতে গিয়ে সৌদিতে এক ধাক্কায় মৃত্যু হয়েছিল বিভিন্ন দেশের ২৪০ জন নাগরিকের। মৃতদের মধ্যে অধিকাংশ ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group