পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, বিস্ফোরণে উড়ল ৭ জওয়ান! সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

Published:

blast
Follow

কৌশিক দত্ত, নয়া দিল্লিঃ পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ সোমবার এক ভয়ঙ্কর বিস্ফোরণ (Blast In Pakistan) ঘটেছে। দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা শহরে সরকার পক্ষের শান্তি সমিতির কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটেছে। ভয়ঙ্কর এই বিস্ফোরণে এখনও অবধি ৭ পাকিস্তানি জওয়ান নিহত হয়েছেন ও ১৬ জন আহত হয়ছেন বলে জানা যাচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন যে, এই বিস্ফোরণ তালিবানি অধ্যুষিত এলাকায় হয়েছে যা শান্তি সমঝোতার বিরোধিতা। পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়েছে, তাঁদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, একদিন আগেই পাকিস্তানি সেনা দাবি করেছিল যে, তাঁরা সীমান্তে পেরিয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা করা ৫৪ জঙ্গিকে নিকেশ করেছে। পাকিস্তানি সেনার এই দাবির ঠিক একদিন পরেই পাকিস্তান সেনার উপর এই ভয়াবহ হামলা হয়েছে যা দেশকে আতঙ্কের মধ্যে ফেলেছে। পাক সেনা এও জানিয়েছে যে, তাঁরা তিন দিনে মোট ৭১ জন জঙ্গিকে নিকেশ করেছে।

আরও পড়ুনঃ রক্তক্ষয়ী সংঘর্ষ সীমান্তে! অনুপ্রবেশ করতে গিয়ে ‘খতম’ ৫৪ জঙ্গি

উল্লেখ্য, আজকের এই হামলার দায় এখনও কোনও জঙ্গি সংগঠনই স্বীকার করেনি। কিন্তু মানা হচ্ছে যে, তালিবানরাই এই হামলা করেছে। বলে দিই, তেহরিক-ই-তালিবান এখন পাকিস্তানের গলার কাঁটা হয়ে উঠেছে। প্রায় দিনই তাঁরা পাকিস্তানের কোনও না কোনও প্রান্তে হামলা চালাচ্ছে, যেখানে পাক সেনা থেকে শুরু করে বিদেশি নাগরিক ও পাক নাগরিকের মৃত্যুর খবর আসছে। জঙ্গির আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাকিস্তান এখন নিজেরাই জঙ্গিদের কবলে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join