বেকারত্ব মেটাতে হিমশিম খাচ্ছে ইউনূস! বাংলাদেশে কর্মহীন ২১ লাখের মধ্যে ৮৬ শতাংশই নারী

Published on:

85 percent of the 2.1 million unemployed people in Bangladesh are women

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওপারে হাসিনা সরকারের পতন হতেই শুরু হয় ইউনূস জামানা। তবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে শাসন ব্যবস্থা আসতেই ফের অস্বস্তি বেড়েছে বাংলাদেশে (Bangladesh)। কোটা সুরক্ষা আন্দোলন বলা ভাল, ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় আসা ইউনূস বর্তমানে বাংলাদেশের অচলাবস্থার প্রধান কালপ্রিট হয়ে উঠেছেন।

সাম্প্রতিক সময়ে চিন, পাকিস্তানের মতো বহিরাগতদের সুযোগ দেওয়ার পাশাপাশি আমেরিকার সমর্থনে মিয়ানমারের সাথে মানবিক করিডোরের মতো বিষয়গুলি ওপার বাংলার সার্বভৌমত্ব নষ্ট করছে বলেই মনে করেন সেনাবাহিনীর প্রধান জামান থেকে শুরু করে অনেকেই।

এছাড়াও ইউনূসের বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ, সেই সাথেই বাংলাদেশ ন্যাশনাল পার্টির মতো বিরোধীদের তরফে দ্রুত নির্বাচন আয়োজনের চাপ পাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কিন্তু তা সত্বেও, ক্ষমতা ছাড়তে নারাজ তিনি।

মাঝে পদত্যাগের নাটক দেখিয়ে ফের যেন সিংহাসন আঁকড়ে ধরেছেন ইউনূস। তবে এবার তিনি পড়েছেন ফাঁপরে! জানা যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতির অন্যতম মেরুদন্ড পোশাক শিল্প একপ্রকার মুখ থুবড়ে পড়েছে, যার জেরে কর্মহীন হয়েছেন বহু মানুষ। পরিসংখ্যান বলছে, সেই তালিকায় নাকি নারীদের সংখ্যাই সর্বাধিক।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বেকারত্ব বেড়েছে নারীদের

ইউনূসের চ্যাংড়ামোর কারণে বাংলাদেশি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। যার কারণে বিরাট ধাক্কা খেয়েছে ওপারের পোশাক নির্মাতারা। সেই সাথেই, ভারতের সাথে বাণিজ্য বন্ধ হওয়ায় ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের প্রায় 140টিরও বেশি বস্ত্র কারখানা। এমতাবস্থায়, ওপারের পোশাক শিল্প মুখ থুবড়ে পড়ায় বেকার হয়েছেন অন্তত 1 লাখ শ্রমিক। তবে রিপোর্ট বলছে, সেই বেকারত্বের তালিকায় পুরুষদের তুলনায় নারীদের সংখ্যায় সর্বাধিক।

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, বাংলাদেশের পোশাক শিল্পে নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। এবার সেই নারীরাই চাকরি হারিয়েছেন বৃহৎ সংখ্যায়। জানা যাচ্ছে, বাংলাদেশ 2024 সালের জুলাই-সেপ্টেম্বরে প্রান্তিক বেকারত্বের হার ছিল 4.49 শতাংশ, যেখানে নারীদের বেকারত্বের হার পৌঁছেছিল 7.16 শতাংশে। জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে নানান দিক থেকে ধাক্কা খাওয়ায় ওপার বাংলার সিংহভাগ কারখানা বন্ধ হওয়ার মুখে।

অবশ্যই পড়ুন: এলিমিনেটর ম্যাচের আগেই বিরাট ক্ষতি হয়ে গেল MI-র! পন্ডিয়ার দল ছাড়লেন ৩ বিদেশি

ইতিমধ্যেই বন্ধ হয়েছে একাধিক বস্ত্র কারখানা, যার দরুন পুরুষদের তুলনায় রেকর্ড সংখ্যক মহিলারাই কর্মহীন হয়ে পড়েছেন। বলা বাহুল্য, চলতি আর্থিক বছরের প্রথমার্ধে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে কর্মহীন হয়ে পড়েছিলেন অন্তত 21 লাখ মানুষ। জানলে অবাক হবেন, এর মধ্যে 85 শতাংশ অর্থাৎ 18 লাখই ছিল নারী। আর এমন ঘটনার সাথে সাম্প্রতিক পরিস্থিতিকে জুড়ে এই দুরবস্থার নেপথ্যে দায়ী করা হচ্ছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময় বাংলাদেশের দুর্বল অর্থনীতির কারণে ইউনূস সরকারকে ফ্যাসিস্ট বলেও আখ্যায়িত করেছেন বহু বস্ত্র কারখানার মালিক।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥