পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে, ভারতের সাথে হাত মেলাল ইসলামাবাদের সবথেকে বড় শত্রু

Published on:

india pakistan

কৌশিক দত্ত, নয়া দিল্লিঃ ভারতের সঙ্গে পাকিস্তানের (India Pakistan) সম্পর্ক আগাগোড়াই খারাপ ছিল। সম্প্রতি জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে শত্রুতা আরও বেড়ে যায়। পরিস্থিতি এখন যুদ্ধের দিকে এগিয়েছে। একদিকে ভারত ভিসা, সিন্ধুর জল বন্ধ সহ একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। আরেকদিকে, পাকিস্তানও পাল্টা দিয়ে সিমলা চুক্তি, বাণিজ্য বন্ধ সহ একাধিক পদক্ষেপ নিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, দুই দেশই এখন সীমান্তে তাঁদের সৈন্যশক্তি বাড়াচ্ছে। এমনকি কাশ্মীরে LoC-তে এখন রোজই দুই দেশের মধ্যে গুলি বিনিময় চলছে। ইতিমধ্যে পাকিস্তানের তরফে ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওদিকে ভারতও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, দেশের শত্রুদের কোনোভাবেই ছাড়া হবে না। এর প্রতিশোধ নেওয়া হবেই।

পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হানার সঙ্গে সরাসরি পাকিস্তান যোগ পেয়েছে ভারত। আর এই নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইতালি, ইজরায়েল সহ বিশ্বের শক্তিধর দেশগুলো থেকে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। আর এর মধ্যে পাকিস্তানের গলার কাঁটা হয়ে ওঠে আফগানিস্তানের তালিবান সরকার ইসলামাবাদের চিন্তা বাড়িয়ে তুলল।

বেজায় বিপাকে পাকিস্তান!

পাকিস্তান ভারতের মধ্যে চলা অশান্তির মধ্যেই খবর আসছে যে, আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকী রবিবার কাবুলে ভারতের বিশেষ দূত ও বিদেশ মন্ত্রালয়ের আধিকারিক আনন্দ প্রকাশের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তালিবান সরকার ভারতের সঙ্গে কূটনৈতিক ও আর্থিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছে যা পাকিস্তানের জন্য বড় ঝটকা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তানের বিদেশ মন্ত্রী যেভাবে পহেলগাঁও হামলার নিন্দা করেছেন এবং ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে, তাতে পরিস্কার যে, আগামী দিনে পাকিস্তানের মুশকিল আরও বাড়তে চলেছে।

আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান ব্যবসা বন্ধের জের, বাড়তে চলেছে এসব জিনিসের দাম

বলে দিই, আফগানিস্তানে তালিবান সরকার গঠন হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে তাঁদের সম্পর্ক খারাপ হয়েছে। প্রায় দিনই বর্ডারে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলছেই। আর এই সংঘর্ষে অনেক পাক সৈন্য প্রাণও হারিয়েছেন। পাশাপাশি পাকিস্তানের ভিতরে ঢুকেও অনেক হামলা করার অভিযোগ উঠেছে আফগানদের উপরে। আর এমত অবস্থায় আফগান মন্ত্রীর ভারতের পাশে থাকার বার্তা যে ইসলামাবাদের হার্টবিট বাড়াবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

বয়ান জারি তালিবান বিদেশ মন্ত্রালয়ের

তালিবান বিদেশ মন্ত্রালয় এই সাক্ষাতের পর একটি বয়ানও জারি করেছে। সেই বয়ানে ভারতের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভারতীয় বিনিয়োগকারীদের নিজেদের দেশে বিনিয়োগ করার আহ্বান করার পাশাপাশি দুই দেশের ট্রানজিট ইস্যু নিয়েও কথা বলা হয়েছে।

চারিদিক থেকে হবে আক্রমণ?

বলে দিই, পাকিস্তান তাঁদের সীমান্ত আফগানিস্তানের সঙ্গেও ভাগ করে। আর এই সীমান্তের কারণে পাকিস্তানকে নিয়ে ভারতের যতটা মাথাব্যথা, ঠিক ততটাই মাথাব্যথা আফগানিস্তানেরও। বর্তমানে এই দুই ইসলামিক দেশের সম্পর্কে চরম অবনতি দেখা দিয়েছে। ওদিকে পাকিস্তান তো প্রতিজ্ঞাও করেছে যে, আফগানিস্তানকে তাঁরা ধুলোয় মিশিয়ে দেবে। আর এই কারণে আফগানিস্তানও এখন ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে চায়। বিশেষজ্ঞদের মতে, যদি আফগানিস্তানের মাটি থেকে ভারত পাকিস্তানকে শিক্ষা দেয়, তাহলে পাকিস্তানের উপর চারিদিক থেকে আক্রমণ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে। যা ইসলামাবাদের কাছে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে।

সঙ্গে থাকুন ➥