অটোরিকশাকে ধাক্কা দিয়ে বিকল রেলের ইঞ্জিন, কয়েক ঘণ্টা দাঁড়িয়ে রইল যাত্রীবাহী ট্রেন

Published on:

bangladesh train

শ্বেতা মিত্র, রাজশাহীঃ ফের একবার বড় রেল দুর্ঘটনা ঘটে গেল। নতুন করে প্রশ্নের মুখে রেল ব্যবস্থা। এবার ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিল একটি ট্রেন। এদিকে এহেন ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। না তবে ভারতে নয়, এহেন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বাংলাদেশের রাজশাহীতে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে বিগত বেশ কিছু সময় ধরেই শিরোনামে রয়েছে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অটোরিকশাকে ধাক্কা ট্রেনের

মাত্র দুই মাস আগেই বাংলাদেশ ব্যাপক ছাত্র আন্দোলনকে ঘিরে কেঁপে ওঠে। ঘটনায় শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে হিন্দুদের ঘরবাড়ি থেকে শুরু করে মন্দির, গুরুদ্বারা অবধি ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। সেই সঙ্গে নতুন অন্তর্বর্তীকালীন  সরকার পেয়েছে বাংলাদেশ। বর্তমানে সেখানে নোবেলজয়ী মোঃ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যেকার এখনও অবধি ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। এরই মাঝে বাংলাদেশের রাজশাহীতে এমন এক বড় ঘটনা ঘটে গেল যাকে ঘিরে সকলের মধ্যে তীব্র আতঙ্কে সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলায় শিতলাই স্টেশন সংলগ্ন এলাকায় ঢালারচর এক্সপ্রেস ট্রেন অটোরিকশাকে ধাক্কা মারে। এদিকে ঘটনা তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রেনের ইঞ্জিন অবধি বিকল হয়ে গিয়েছে। রেল সূত্রে খবর এই ঘটনায় কোনওরকম প্রাণহানির ঘটনা ঘটেনি। ইঞ্জিনের তেলের লাইন ছিঁড়ে যাওয়ার ফলে ট্রেনটি সেখানেই আটকে থাকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী বলছে রেল?

ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছে রেল। ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয় বড় রকমের তথ্য দিয়েছেন রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার মহিউদ্দিন আজাদ। তিনি জানান, ঘটনার পর রাজশাহী থেকে একটি ইঞ্জিন শিতলাই স্টেশনে পাঠানো হয়। এরপর ট্রেনটি দীর্ঘক্ষণ ধরে আটকে থাকার পর আবার যাত্রা শুরু করে। ওই ট্রেনের বিকল হওয়া ইঞ্জিনটি শিতলাই স্টেশনেই রাখা হয়েছে। ঠিক করে ইঞ্জিনটি আবার পুনরায় চালানো হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group