বাংলাদেশকে ফের ঝটকা দিল আদানি গ্রুপ, আরও কমাল বিদ্যুৎ সরবরাহ

Published on:

adani group

প্রীতি পোদ্দার, কলকাতা: গত মাসে অর্থাৎ অক্টোবরের শেষ দিকে বাংলাদেশে ইউনূস সরকার বিদ্যুৎ এর বকেয়া বিল না মেটানোয় বিদ্যুৎ সরবরাহ ৫০ শতাংশ কমিয়ে দিয়েছিল গৌতম আদানি পাওয়ার (Adani Power)। গত আগস্ট মাসেও এই কেন্দ্র থেকে বাংলাদেশে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠিয়েছে গ্রুপটি। কিন্তু বকেয়া জমে যাওয়ায় অক্টোবরের শেষ দিকে সরবরাহ ৭০০ থেকে ৭৫০ মেগাওয়াটে নামিয়ে আনে তারা। আর এবার আরও মোট ৬০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কম করে দিল আদানি শিল্প গোষ্ঠী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৬০% কমিয়েছে বিদ্যুৎ সরবরাহ

২০১৫ সালে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে কোম্পানির সঙ্গে ২৫ বছর মেয়াদে একটি চুক্তি করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের দুটি ইউনিট রয়েছে। যেগুলোর উৎপাদন ক্ষমতা ৮০০ মেগাওয়াট করে। কিন্তু রয়টার্স সূত্রে জানা গিয়েছে, ৮০০ মিলিয়নের বেশি বকেয়া থাকায় প্রতিবেশী দেশ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ একধাক্কায় ৬০% কমিয়েছে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট। হিসেব অনুযায়ী জানা গিয়েছে ঠিক সময়ে বকেয়া না মেটায় এবার মাথায় তাই হাত পড়ল বাংলাদেশের মানুষদের।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান জানিয়েছেন, আমরা ধীরে ধীরে বকেয়া পরিশোধ করছি। কেউ যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় তাহলে আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করব। আমরা কোনো বিদ্যুৎ সরবরাহকারীকে আমাদের ইমোশন নিয়ে ব্ল্যাকমেইল করতে দেব না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী বলছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা?

এদিকে আবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা আদানির বিরুদ্ধে বড় অভিযোগ করেন। তিনি জানিয়েছেন, আদানির বকেয়া পরিশোধের সময়সীমা তুলে দেওয়া এবং বাংলাদেশের বকেয়া পরিশোধের চেষ্টা আরও নিমজ্জিত করার জন্যই আদানির কাছ থেকে কম বিদ্যুৎ আসছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group