পহেলগাঁওয়ে জঙ্গি হামলা মুনিরের নির্দেশেই! স্বীকার করলেন পাক সেনার প্রাক্তন কর্মকর্তা

Published:

Adil Raja On Pahalgam Terrorist Attack viral video
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল 26 জন নিরীহের। এবার তা নিয়েই মুখ খুললেন পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা আদিল রাজা (Adil Raja On Pahalgam Terrorist Attack)। তাঁর দাবি, ‘পাক সেনাপ্রধান আসিম মুনির একজন বিশেষ ISI কর্মকর্তাকে পহেলগাঁও হামলার দায়িত্ব দিয়েছিলেন।’ এক আফগান বিশেষজ্ঞকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ্যে আনেন পাকিস্তানের প্রাক্তন সেনা কর্মকর্তা রাজা।

পহেলগাঁও হামলা নিয়ে একাধিক তথ্য দিলেন আদিল রাজা

আফগান বিশেষজ্ঞের সাথে কথা বলার সময় প্রাক্তন পাকিস্তানি সেনা কর্মকর্তা আদিল রাজা বলেন, ‘তালিবানের সঙ্গে আলোচনা করা ISI জেনারেল সাহাব আসলাম একজন পাকিস্তানি কর্মকর্তা। তিনি এ বছর পহেলগাঁও সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন। তালিবানদের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা ভাল নয়।’ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে বিরতি টানা হলেও সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। যার কারণে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ চরমে ওঠে।

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, প্রথম দফার সংঘাতপর্ব কাটিয়ে দ্বিতীয় বারের মতো যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও তাতে সহমত হয়নি পাকিস্তান এবং আফগানিস্তান। সেই থেকেই দুই দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি জারি রয়েছে। আর ঠিক সেই আবহে, আফগানিস্তানের বিশেষজ্ঞ কারী সাঈদ খোস্তির সাথে কথা বলার সময় পহেলগাঁও হামলা নিয়ে পাক সরকার এবং সে দেশের সেনাবাহিনীর প্রধানকে দুষলেন আদিল রাজা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লন্ডন থেকে পাকিস্তানের প্রাক্তন সামরিক কর্মকর্তা আদিল তালিবান বিশেষজ্ঞকে প্রশ্ন করছেন, ‘কেন তুরস্কে ইসলামাবাদ ও কাবুলের প্রতিনিধি দল তৈরি করা যায় না?’ উত্তরে আফগানিস্তানের ওই বিশেষজ্ঞ বলেন, ‘এর কারণ পাকিস্তানি পক্ষে স্বেচ্ছাচারী ও খারাপ মনোভাব। পেশাদার প্রতিনিধি দলের মতো আলোচনা সময় পাকিস্তানি কর্মকর্তারা আফগান জনগণের সাথে কথা বলেননি।’ ওই তালিবান বিশেষজ্ঞ এও বলেন, ‘পাকিস্তানি প্রতিনিধি দল ISI ডিজি জেনারেল সাহাব আসলামের মাধ্যমে তালিবানদের সাথে কথা বলেছিল।’ এরপরই প্রাক্তন পাকিস্তানি সেনা কর্মকর্তা বলেন, ‘এই আসলাম মুনিরের নির্দেশে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে।’

 

অবশ্যই পড়ুন: IPL-এ ফিরছেন যুবরাজ সিং, হতে পারেন পন্থের LSG-র প্রধান কোচ

প্রসঙ্গত, প্রায়শই পাকিস্তান সরকার এবং পাক সেনাবাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তোলেন আদিল রাজা। প্রাক্তন এই পাকিস্তানি সেনা কর্মকর্তা এবারেও ছাড়লেন না শেহবাজ সরকারকে। ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমেরিকার সাহায্য নিয়ে আফগানিস্তানে বিমান হামলা চালানোর চেষ্টা করেন আসিম মুনির। এর মধ্যে দিয়ে তিনি তালিবানদের বিরুদ্ধে লড়াই শুরু করতে চেয়েছিলেন। তবে পরবর্তীতে ট্রাম্প প্রশাসন তাকে সাহায্য দিতে অস্বীকার করলে মুনির ধাক্কা খায়।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join