বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি (Afghanistan Earthquake)। সোমবার ভোরে, দেশটির মাজার ই শরিফ শহরের কাছেই আঘাত হানে ভূমিকম্প। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই সময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.3। যেই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 7 জনের। এছাড়াও 150 জনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে আফগানিস্তানের একাধিক সংবাদমাধ্যম।
ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত বহু মানুষ
প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার ভূতাত্বিক সমীক্ষা সংস্থা ইউএসজিএস জানাচ্ছে, সোমবার সকালে মজার ই শরিফ এলাকা থেকে অন্তত 28 কিলোমিটার দূরে অবস্থিত সামাঙ্গান প্রদেশের খোলম শহরের কাছে তান্ডব দেখিয়েছিল ভূমিকম্প। জানা যায়, ওই অঞ্চলে কম করে 65 হাজার মানুষ বসবাস করেন। অন্যদিকে মজার ই শরিফ অঞ্চলে বসবাস করেন 5 লক্ষ 23 হাজার মানুষ। স্থানীয় সূত্রে খবর, ভূমিকম্পের কারণে কেঁপে ওঠে ঘরবাড়ি। এছাড়াও কম্পনের তীব্রতা বেশি থাকায় ইতিমধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে এসেছেন বহু মানুষ।
এএফপির রিপোর্ট অনুযায়ী, ভোররাতে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় তড়িঘড়ি দিশে না পেয়ে শেষ পর্যন্ত খোলা জায়গায় আশ্রয় নিয়েছিলেন ভুক্তভোগীরা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের তীব্রতা বেশি থাকায় মাজার ই শরিফের জনপ্রিয় নীল মসজিদের অনেকটাই ভেঙে পড়ে। তাছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী বাড়িঘর ও দোকানপাট। এদিকে, সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগীয় মুখপাত্র সামিম জয়ান্দা জানিয়েছেন, ‘সোমবার সকালেই ভূমিকম্পের কারণে 7 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 150।’ হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা।
শুরু হয়েছে উদ্ধারকাজ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মারফত খবর, আফগানিস্তানের মাজার ই শরিফ সহ ভূমিকম্পের মূল কেন্দ্রস্থলে ও তার পার্শ্ববর্তী এলাকায় নিহত এবং আহতদের উদ্ধারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে ক্ষতিগ্রস্তদের বের করে নিয়ে আসার চেষ্টা করছে উদ্ধারকারী দল। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলি কতটা সত্য তা যাচাই করিনি আমরা। এদিকে, আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়ে, হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
অবশ্যই পড়ুন: পারেননি কেউ! দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে বিশ্বকাপে এভাবে ইতিহাস লিখলেন দীপ্তি শর্মা
উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে পূর্ব আফগানিস্তানে 6 রিখটার স্কেলে ভূমিকম্পের কারণে দু হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বহু আফগানি। বলাই বাহুল্য, বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ আফগানিস্তানে 1990 সাল থেকে আজ পর্যন্ত 335টি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। তাতে হিসেব করে দেখতে গেলে প্রতিবছর মৃত্যু হয়েছে প্রায় 600 জনের।












