শুকিয়ে কাঠ হবে পাকিস্তান! ভারতের পর এবার কুনারের ওপর বাঁধ বানাচ্ছে আফগানিস্তান

Published on:

Afghanistan may build dam on Kunar River with India's help

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল নিয়ে এখন মরণ বাচন অবস্থা পাকিস্তানের! একদিকে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে পাকিস্তানের বুকে জলশূন্যতা তৈরি করেছে দিল্লি! অন্যদিকে ভারতের এই প্রহারের পর এবার পশ্চিম দিকের দেশে আঘাত হানতে পারে আফগানিস্তান (Afghanistan)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শোনা যাচ্ছে, পাকিস্তানে যাওয়া নদীর জল আটকাতে একপ্রকার উঠে পড়ে লেগেছে সেদেশের তালিবান সরকার। সেই লক্ষ্যেই খুব শীঘ্রই বাঁধ তৈরি করতে পারে আফগানরা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পাকিস্তানে যাওয়া জল আটকাতে বাঁধ তৈরির দায়িত্ব দেওয়া হতে পারে ভারতকেই!

পাকিস্তানকে টাইট দিতে বড় পরিকল্পনা তালিবানের

জানিয়ে রাখা ভাল, আফগানিস্তানের অন্যতম বড় নদী কুনার, যার জন্ম হিন্দুকুশের চিয়ানতার হিমবাহ থেকে। পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের গিলগিট-বাল্টিস্তানের সীমান্তবর্তী এলাকায় রয়েছে ওই হিমবাহটি। বলে রাখি, ওই লম্বা রাস্তা দিয়ে আফগানিস্তানের কুনার নদী মিশেছে কাবুলের সাথে। এই কাবুল নদী আবার আফগানিস্তান পেরিয়ে পাকিস্তানে ঢুকে সিন্দু নদীতে গিয়ে পড়েছে। তালিবান সরকার নাকি চাইছে, এই কুনার নদীর ওপর বড় বাঁধ তৈরি করে পাকিস্তানের যাওয়া জল আটকে দিতে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জল সঙ্কট আরও বাড়বে পাকিস্তানে

বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তান যদি শেষ পর্যন্ত কুনার নদীর ওপর বাঁধ তৈরি করে জল আটকে দেয়, সেক্ষেত্রে পাকিস্তানে জলশূন্যতা তৈরি হতে পারে। এদিকে ভারতের কঠোর পদক্ষেপে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ জল সঙ্কট দেখা দিয়েছে, তার ওপর যদি তালিবান সরকারের প্রহার হয় সে ক্ষেত্রে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কৃষিতে ব্যাপক প্রভাব পড়বে। মনে করা হচ্ছে, আফগানিস্তানের এই কঠোর সিদ্ধান্ত একেবারেই মেনে নেবে না পশ্চিম দিকের দেশ। ভারতের হাত ধরে এমন পদক্ষেপ নেওয়া হলে আঞ্চলিক অস্থিরতা বাড়তে পারে।

মীর ইয়াব বালুচের X পোস্ট

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে যাওয়া জল আটকাতে কুনার নদীর ওপর বাঁধ তৈরির কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আফগানিস্তানের তালেবান সরকারের তরফে। তাহলে? আসলে পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের বিশেষ একটি এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন আফগানিস্তানের সেনাপ্রধান জেনারেল মুবিন খান। জানা যায়, তাঁর সাথে কাবুলের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকরা বাদ নির্মাণের এলাকা ঘুরে দেখার পর বাঁধ তৈরি সম্ভাবনা উসকে দিয়েছেন বালুচ আন্দোলনকারী ইয়াব বালুচ। নিজের X হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, পাকিস্তানের শেষের শুরু হয়ে গিয়েছে। ভারতের পর এবার পাকিস্তানে জল বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান!

দিল্লিকে বাঁধ তৈরির দায়িত্ব দিতে পারে আফগানিস্তান?

এখনও পর্যন্ত যা খবর, কুনার নদীর ওপর বাঁধ তৈরি নিয়ে দিল্লিকে কোনও আনুষ্ঠানিক বার্তা দেয়নি তালিবান সরকার। তবে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়, সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকজন তালিবান শাসকের তরফে বাঁধ তৈরির কাজ দ্রুত শুরু করার জন্য দিল্লিকে অনুরোধ করা হয়েছে। জানা যাচ্ছে, এর আগে তালিবান নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক সেরেছিলেন বিক্রম মিশ্রি। আর এরপরই নাকি ভারতের কাছে আফগান শাসকদের অনুরোধ এসেছে। তবে ভারতের তরফে বাঁধ তৈরির কাজ শুরু করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কেন্দ্র।

অবশ্যই পড়ুন: কর্মীই নেই, PSL-এ আর নেওয়া যাবে না DRS! লজ্জায় নাক কাটা গেল PCB-র

প্রসঙ্গত, বেশ কয়েকটি সূত্র বলছে, আফগানিস্তান যদি কুনার নদীর ওপর বাঁধ তৈরি করে, সেক্ষেত্রে আইনি পদ্ধতিতে ইসলামাবাদের কিছু বলার নেই। তবে তালিবান সরকারের এমন পদক্ষেপকে যুদ্ধের আগাম আভাস বলেই ধরতে পারে পাক সরকার। বেশ কয়েকজন বিশেষজ্ঞের দাবি, পাকিস্তানের অভ্যন্তরে বালুচিস্তান লিবারেশন আর্মি থেকে শুরু করে অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলি পাক সরকারকে শায়েস্তা করতে যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে আগামী দিনে তালিবান সরকারের সাথে হাত মিলিয়ে তারাও শেহবাজ সরকারকে চাপে ফেলার চেষ্টা করবে। বলে রাখি, ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম জানিয়েছেন, আগামী দিনে পাকিস্তানে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group