ভারতের পর আফগানিস্তানও জল দেবে না পাকিস্তানকে! তৈরি হবে বিরাট বাঁধ

Published:

Afghanistan Pakistan Conflict
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের পর এবার আফগানিস্তানও পাকিস্তানকে জলে মারার সিদ্ধান্ত নিয়েছে (Afghanistan Pakistan Conflict)! দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। দুই দেশের মধ্যে চলেছে তীব্র সংঘাত। মাঝে অবশ্য যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল ঠিকই, তবে তা পুরোপুরি কার্যকর হয়নি। ফলে দু দেশের মধ্যে সংঘর্ষ ক্রমশ বড় আকার ধারণ করছে। আর ঠিক সেই আবহে, এবার পাকিস্তানের দিকে যাওয়া নদীগুলির উপর বাঁধ তৈরির সিদ্ধান্ত নিল তালিবান সরকার। ইতিমধ্যেই নাকি তালিবান সুপ্রিম লিডার মাওলানা হিবতুল্লাহ আকুন্দজাদা বাঁধ নির্মাণের নির্দেশ দিয়ে দিয়েছেন।

কেন হঠাৎ এমন কঠোর সিদ্ধান্ত নিল আফগানিস্তানের তালিবান সরকার?

ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, জলের অধিকার রক্ষার দাবিতেই পাকিস্তানের দিকে যাওয়া নদীগুলির উপর বিরাট বাঁধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে তালিবান প্রশাসন। পাকিস্তান এবং আফগানিস্তানের জোরালো সংঘর্ষে শতাধিক প্রাণহানীর পর আফগান সরকারের এমন সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অভিজ্ঞ মহল। যদিও আফগানিস্তানের এমন পরিকল্পনা পাকিস্তানের ক্রোধের আগুনে যে ঘি ঢালবে সে কথা বলাই যায়।

জলশূন্যতায় ভুগবে পাকিস্তান?

আফগানিস্তানের উত্তর-পূর্বের হিন্দুকুশ পর্বতমালায় উৎপন্ন হওয়া 480 কিলোমিটার দীর্ঘ কুনার নদী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় প্রবেশ করেছে এবং জালালাবাদের কাছে কাবুল নদীর সঙ্গে মিলিত হয়েছে। বলা বাহুল্য, পাকিস্থানে এই নদী চিতরাল নদী নামে পরিচিত। অনেকেই হয়তো জানেন, আফগানিস্তানে উৎপন্ন হওয়া কুনার এবং কাবুল নদীর জল পাকিস্তানের কৃষি ও সেচ ব্যবস্থার অন্যতম ভরসা।

আসলে, আফগানিস্তান থেকে উৎপন্ন হওয়া নদীগুলি সিন্ধুতে মিশে পাঞ্জাব প্রদেশে জল সরবরাহ করে থাকে। বিশেষজ্ঞ মহল মনে করছে, আফগানিস্তান যদি এমন গুরুত্বপূর্ণ নদীগুলির উপর বাঁধ তৈরি করে ফেলে, সেক্ষেত্রে ব্যাপক জলের ঘাটতি দেখা যাবে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশে। প্রবল জল সংকটের আশঙ্কাও রয়েছে। যদিও এমন পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগে আফগানিস্তানের সাথে বিরাট সংঘাতে ভিড়তে পারে পাকিস্তান, এমনটাই মনে করছেন অনেকেই।

অবশ্যই পড়ুন: শুভেন্দুর আইনি রক্ষাকবচ তুলে নিল হাইকোর্ট! অস্বস্তিতে বিরোধী দলনেতা

প্রসঙ্গত, শত্রু দেশ পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে জল সর্বভৌমত্বের প্রশ্নে নিজেদের অবস্থান জোরদার করতে চাইছে আফগানিস্তান। মূলত পাকিস্তানের দিকে যাওয়া নদীর জল ধরে রেখে সেগুলি দেশে ব্যবহার করা এবং তা থেকে জলবিদ্যুৎ প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়াই এখন তালিবানের অন্যতম লক্ষ্য। আসলে সবদিক থেকেই প্রতিবেশী পাকিস্তানের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে আফগানিস্তান।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join