শ্বেতা মিত্র, কলকাতাঃ করোনা অতীত, এবার দেশে শুরু হল নতুন এক ভাইরাসের (Virus) প্রকোপ। এই নতুন রোগকে ঘিরে সকলের মধ্যে চিন্তার সৃষ্টি হয়েছে। এখনো অবধি যা খবর, নতুন এই রোগের কবলে পড়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ কথা হচ্ছে রহস্যময় ডিঙ্গা ডিঙ্গা রোগ নিয়ে। এই রোগের কবলে পড়েছেন বেশিরভাগ মহিলা। আরও বিশদে যন্ত্র চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
করোনার পর এবার এলে ডিঙ্গা ডিঙ্গা রোগ
আসলে করোনা ভাইরাসের পর আফ্রিকায় দেখা দিয়েছে নতুন এক রোগ। এখনো অবধি আফ্রিকার দেশ উগান্ডার বহু মানুষকে গ্রাস করেছে এই রোগ বলে খবর। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উগান্ডায় ৩০০ জনেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরাও রোগ থেকে বাঁচতে চেষ্টা করছেন। আশ্চর্যজনকভাবে উগান্ডার অধিকাংশ মহিলা এই রোগের শিকার হচ্ছে। তবে এখনো অবধি এই রোগে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানির খবর মেলেনি।
ডিঙ্গা ডিঙ্গার লক্ষণ
চিকিৎসকরা জানাচ্ছেন, উগান্ডার বুন্দিবাগিও অঞ্চলে ডিঙ্গা ডিঙ্গা রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ডিঙ্গা ডিঙ্গার প্রাথমিক লক্ষণের কথা বললে রোগীর প্রথমে জ্বর ও পড়ে তীব্র কাঁপুনি শুরু হয়। রোগীর শরীর খুব দ্রুত কাঁপে, যার ফলে তার পক্ষে হাঁটা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে।
এখন নিশ্চয়ই ভাবছেন এই রোগের থেকে বাঁচার উপায় কী? ডিঙ্গা ডিঙ্গা থেকে মুক্তি পেতে অ্যান্টিবায়োটিকের সাহায্য নিচ্ছেন চিকিৎসকরা। ডিঙ্গা ডিঙ্গা রোগ শুধুমাত্র উগান্ডার বুন্দিবাগিওতে ছড়িয়ে পড়েছে। আশেপাশে এই রোগের কোনও প্রমাণ নেই। রিপোর্ট অনুযায়ী, ডিঙ্গা ডিঙ্গা দ্বারা আক্রান্ত রোগীরা ১ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তবে এই রোগ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে শুরু করেছে। যদিও এই রোগের কোনো লক্ষণ এখনো অবধি ভারত তথা বাংলায় দেখা যায়নি এটাই স্বস্তির।