Indiahood-nabobarsho

ভিসা বাতিল সহ আকাশসীমা বন্ধ, ভারতের উপরে পাল্টা ৫ নিষেধাজ্ঞা পাকিস্তানের

Published on:

india pakistan

সহেলি মিত্র, কলকাতাঃ পহেলগামে ঘটে যাওয়া নারকীয় জঙ্গি হামলার ঘটনায় স্তব্ধ গোটা দেশ। পহেলগামের মতো সুন্দর জায়গায় জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ গিয়েছে বেশ কিছু বাঙালি সহ ২৬ জনের। ঘটনাকে ঘিরে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে রীতিমতো অ্যাকশন মুডে রয়েছে ভারত। আটারি-ওয়াঘা সীমানা বন্ধ থেকে শুরু করে পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবার ভারতের পাল্টা দিল পাকিস্তান। হ্যাঁ ঠিকই শুনেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতের পাল্টা দিল পাকিস্তান

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে পাকিস্তান কী এমন সিদ্ধান্ত নিয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। পহেলগামের ঘটনার পরে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। এদিকে আজ বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে তার পাল্টায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাহ শরিফের সভাপতিত্বে ওই বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর পাঠানো বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়েছে। এই সিদ্ধান্তের মধ্যে অন্যতম রয়েছে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ। এরই সঙ্গে আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভারতকে চাপে রাখতে পাকিস্তান বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ সমবেদনা দূর, ভারতের টুঁটি চেপে ধরতে চায় বাংলাদেশ! সুযোগ পেতেই খেল শুরু ওপার বাংলায়

একগুচ্ছ সিদ্ধান্ত নিল পাক সরকার

ইসলামাবাদ যে যে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে হল…

১) ইসলামাবাদ ভারতের সাথে সিমলা চুক্তি এবং সকল দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে। পাকিস্তান তাৎক্ষণিকভাবে ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২) শিখ ধর্মীয় তীর্থযাত্রী ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য সকল সার্ক ভিসা স্থগিত করেছে পাকিস্তান।

৩) ইসলামাবাদ ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিল, ২০২৫ সালের মধ্যে দেশ ত্যাগ করতে বলেছে।

৪) পাকিস্তানও ভারতীয় হাইকমিশনে কর্মীর সংখ্যা কমিয়ে ৩০ জন করেছে।

৫) পাকিস্তান তাৎক্ষণিকভাবে ভারতের মালিকানাধীন বা পরিচালিত সমস্ত বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group