প্রীতি পোদ্দার, ইসলামাবাদ: প্রকৃতির রোষের মুখে ফের পাকিস্তান! ২ সপ্তাহের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল গোটা রাষ্ট্র (Earthquake In Pakistan)। মঙ্গলবার সন্ধ্যে পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। রিখটার স্কেলে তীব্রতা ৪.২।
ফের ভূমিকম্পে কাঁপল পাকিস্তান!
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধে সাড়ে সাতটা নাগাদ আরও একবার কেঁপে উঠল গোটা পাকিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২। জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS)-এর তথ্য অনুযায়ী এই ভূমিকম্পটি ১১১ কিলোমিটার গভীরতায় ঘটেছে যার উপকেন্দ্র ছিল অক্ষাংশ ৩১.৩১° উত্তর ও দ্রাঘিমাংশ ৭২.৫২° পূর্বে। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে বলেও শোনা যায়নি। বস্তত, চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার কম্পন অনুভূত হল পাকিস্তানে।
ঘন ঘন ভূমিকম্পের কারণ কী?
বিশ্বের যে দেশগুলি ভূমিকম্পপ্রবন তার মধ্যে অন্যতম হল পাকিস্তান। কারণ সেই দেশের ভূগর্ভে বেশ কিছু সুবৃহৎ জিওলজিক্যাল ফল্ট লাইন রয়েছে। যার জেরে সেদেশের মাটি মাঝেমধ্যেই এভাবে কেঁপে ওঠে। জানা গিয়েছে পাকিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। তার মধ্যে বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তান এলাকাগুলি ইউরেশীয় প্লেটের দক্ষিণ সীমান্তে অবস্থিত। অপরদিকে পঞ্জাব ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতীয় প্লেটের উপর রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে পোড়ানো হল মতুয়াদের গ্রাম! বিদেশী সংবাদমাধ্যমের অপপ্রচার বলে ওড়ালেন ইউনূস
এর আগে গত ১২ মে বালোচিস্তানের রাজধানী শহর কোয়েট্টায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই সময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। কোয়েট্টা ছাড়াও আশপাশের এলাকায় সেই কম্পন বোঝা গিয়েছিল। এছাড়াও বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, সাধারণত ভূপৃষ্ঠ থেকে অল্প গভীরতায় ভূমিকম্পের কেন্দ্রস্থল হলে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশী থাকে, এমনকি আফটার শকের আশঙ্কাও রয়েছে। তবে আগের ভূমিকম্পের তুলনায় এবার ধাক্কাটা খুব একটা বেশি জোরালো হয়নি বলেই জানা গিয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |