বিক্রম ব্যানার্জী, কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কী না পারে? অসম্ভবকে সম্ভব বললে উদাহরণ হিসেবে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম। বিশ্বের প্রায় সব ক্ষেত্রেই ধীরে ধীরে ঢুকে পড়ছে AI। এবার সেই কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরেই ভাগ্য ফিরল এক মহিলার। জানা যাচ্ছে, AI এর দুনিয়ায় জনপ্রিয় ChatGPT-র সাহায্য নিয়েই একটি লটারির টিকিট (AI Lottery Number) কেটেছিলেন আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা ক্যারি এডওয়ার্ড। তাতেই যে ভাগ্য ফিরে যাবে সে কথা স্বপ্নেও ভাবেননি তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার দেখানো পথে লটারি কেটে 1.23 কোটি জিতেছেন ওই বিদেশিনী।
মজার ছলেই লটারি কেটেছিলেন ক্যারি
FOX 5 DC এর রিপোর্ট অনুযায়ী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় লটারি কেটে কোটিপতি হতেই সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে ক্যারি জানালেন, আমি একটু মজার ছলেই টিকিটটা কেটেছিলাম। কিন্তু বুঝতে পারিনি এভাবে ভাগ্য ফিরবে। টিকিট কাটার আগে আমি AI-কে বলেছিলাম আমাকে অন্তত 4টে নম্বর বেছে দাও।
ওই মহিলার কথায়, কমান্ড পেতেই মহিলাকে বিশেষ 4টি লটারির নম্বর বেছে দেয় ChatGPT। সেই মতোই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওই নম্বরই অদ্ভুতভাবে হয়ে ওঠে 50,000 ডলারের নম্বর। পাশাপাশি ওই মহিলা যেহেতু এক ডলারের পাওয়ার প্লে অপশন বেছে নিয়েছিলেন তাই তিনি মোট অর্থের তিনগুণ অর্থাৎ পুরস্কার হিসেবে 1,50,000 ডলার পেয়েছেন। ভারতীয় মুদ্রায় এই অর্থ 1.23 কোটি টাকা।
ওই লটারি বিজেতা জানিয়েছেন, প্রথমে আমার নম্বরে লটারি জয়ের মেসেজ এলে আমি বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম কেউ হয়তো প্রতারণার জন্য এসব পাঠিয়েছে। পরে খোঁজ নিয়ে আসল সত্যিটা জানতে পারি। বুঝতে পারি, ChatGPT এর সাহায্যে আমি লটারিতে কোটি টাকা জিতেছে।
লটারিতে জেতা অর্থ দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারি
জানা যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দেওয়া নম্বরে কোটি টাকা জিতেও সেই অর্থ নিজের বিলাসিতা বা অন্যান্য প্রয়োজনের জন্য ব্যবহার করবেন না ক্যারি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এই বিপুর অর্থ আমি পেতে পারতাম না। তবে এই অর্থ আমি দান করার সিদ্ধান্ত নিয়েছি। ওই মহিলার কথায়, পুরস্কারের সব অর্থই তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়ে দেওয়া হবে। মহিলার এমন উদার মনোভাব দেখে প্রশংসা ছুড়ে দিয়েছেন বহু নেট নাগরিক।
অবশ্যই পড়ুন: ‘আমাদের ২০০ করতে দেওয়া হয়নি!’ হারের পর আজব যুক্তি পাক অধিনায়ক সলমানের
প্রসঙ্গত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত ধরে মহিলার লটারি জয়ের খবর ছড়িয়ে পড়তেই কৌতুহলী হয়ে উঠেছেন সকলেই। অনেকেই চমকে যাচ্ছেন এটা ভেবে, তাহলে ChatGPT কে ব্যবহার করে লটারি জেতা সম্ভব। যদিও এই বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞ মহল। তাদের মতে, লটারিতে অর্থ জয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনও হাত নেই, থাকতে পারে না। সে জানে না কোন নম্বরে পুরস্কার উঠবে। এটা নিছকই ভাগ্য। ওই মহিলার কপালে ছিল তাই পেয়েছেন।