বিশ্বে প্রথম! রক্তমাংসের মানুষ নয়, AI মানবীকে মন্ত্রী বানাল আলবেনিয়া! কী কাজ তাঁর?

Published on:

Albania appoints AI minister to prevent corruptions

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা বিশ্বে নিজের জনপ্রিয়তা বাড়াতে আরও এক ধাপ এগলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার AI মানবীকেই মন্ত্রী (AI Minister) করে বসল বলকানের দেশ আলবেনিয়া। যা এই মুহূর্তে গোটা বিশ্বে প্রথম। জানা গিয়েছে, মানব বিশ্বের প্রথম AI মন্ত্রীর নাম ডায়েলা। তাঁর নাম ঘোষণা করেছেন স্বয়ং আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা।

মন্ত্রী হিসেবে কোন কোন দায়িত্ব পালন করবে ডায়েলা?

রক্তমাংসে গড়া কোনও মানুষ নয়, বরং AI দ্বারা তৈরি মানবী এবার আলবেনিয়ার মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। BBC এর রিপোর্ট অনুযায়ী, আলবেনিয়ায় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সাধারণ মানুষের জন্য সরকারি খরচে স্বচ্ছতা রক্ষা করতে পদক্ষেপ গ্রহণই এই কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত মন্ত্রীর প্রধান দায়িত্ব।

বিশ্বের প্রথম AI মন্ত্রী ডায়েলার নাম ঘোষণা করেই আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পে বেসরকারি সংস্থা কাজ করলে তাদের দরপত্র থেকে কাজ কর্মের উপর নজরদারি চালাবে তাঁর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মন্ত্রী।

কেন AI মন্ত্রীতে ভরসা আলবেনিয়ার প্রধানমন্ত্রীর?

আলবেনিয়ান শব্দে ডায়েলা-র অর্থ সূর্য। তাই এই নামেই তাঁকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী রামা। জানা যাচ্ছে, সদ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেও সরকারের হয়ে গত জানুয়ারি থেকেই কাজ করে চলেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানবী। খোঁজ নিয়ে জানা গেল, চলতি বছরের একেবারে প্রথম থেকেই সরকারি ওয়েবসাইটের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগানো হয়েছিল তাঁকে।

মূলত, বিভিন্ন সরকারি কাজে নাগরিক পরিষেবা প্রদানে সাহায্য করতো ডায়েলা। দীর্ঘদিন ধরে নানাভাবে নিজের কাজের মধ্যে দিয়ে সরকারকে মুগ্ধ করে শেষ পর্যন্ত মন্ত্রীর আসন ছিনিয়ে নিয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মানবী। মানুষের থেকেও এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে বেশি ভরসা করেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ডায়েলার নজরদারিতে প্রতিটি দরপত্র 100 শতাংশ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হবে। টেন্ডার ডাকা থেকে শুরু করে টাকা বরাদ্দ কোনও ক্ষেত্রেই দুর্নীতি হতে দেবে না এই AI মন্ত্রী।

অবশ্যই পড়ুন: ‘যেকোনও দলকে হারাতে পারি!’ ওমানের ম্যাচে শূন্যতে ফিরেও হুঁশিয়ারি সলমান আঘার

না বললেই নয়, দীর্ঘদিন ধরেই আলবেনিয়ায় নানান মাদক থেকে শুরু করে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে। বিশেষত প্রধানমন্ত্রী রামার শাসনকালে দুর্নীতি একেবারে আকাশ ছুঁয়েছে বলেই অভিযোগ করে আসছেন বিরোধীরা। মূলত সে কারণেই, এবার রক্তমাংসের মানুষকে ভুলে AI মন্ত্রীর ওপর ভরসা করলেন দেশটির প্রধানমন্ত্রী। যা একদিক থেকে রামার সেয়ানা চাল হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।

সঙ্গে থাকুন ➥