সমুদ্রের নীচে ‘সাদা সোনা’! ৫৪০ বিলিয়ন ডলারের গুপ্তধন পেল আমেরিকা, দাপট কমবে চিনের

Published:

America discovers huge amounts of lithium in the deep sea
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 540 বিলিয়ন ডলারের সাদা সোনা আবিষ্কার করে ফেলল আমেরিকা (America)! কোথায়? খোঁজ নিয়ে জানা গেল, ক্যালিফোর্নিয়ার সালটন সাগরের ঘোলাটে জলের একেবারে তলদেশ এই বহু মূল্যবান সম্পদ আবিষ্কার করেছেন আমেরিকার একদল বিজ্ঞানী। সূত্র বলছে, সম্প্রতি অতল সাগরে সাদা সোনা নামক যে লিথিয়াম পাওয়া গিয়েছে তা আগামী দিনে প্রতিবেশী দেশগুলির ওপর আমেরিকার নির্ভরতা কমাবে।

লিথিয়াম খুঁজতে যথেষ্ট ঝক্কি পোয়াতে হয়েছে বিজ্ঞানীদের!

দূর দেশের সংবাদ মাধ্যম বলছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইম্পেরিয়াল কাউন্টির সালটন সাগরের তলদেশ লিথিয়াম আবিষ্কার করাটা বিজ্ঞানীদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। এই গভীর সমুদ্রের পরিবেশগত অবস্থান ও দুর্গম আবহাওয়ার কারণে সাদা সোনা আবিষ্কারের ক্ষেত্রে যথেষ্ট ঝক্কি পোয়াতে হয়েছে গবেষক দলটিকে।

শোনা যাচ্ছে, পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু এই সাগর থেকে গত কয়েক বছর ধরে বহুমূল্য সম্পদের সন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা যথেষ্ট পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। বেশ কিছু সূত্র বলছে, এই বিপুল পরিমাণ সম্পদ উত্তোলনের ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বিজ্ঞানীদের।

বিপুল পরিমাণ লিথিয়াম

আমেরিকান জ্বালানি বিভাগের অর্থায়নের ক্ষেত্রে পরিচালিত সাম্প্রতিক একটি গবেষণায় দাবি করা হয়েছে, ক্যালিফোর্নিয়ার সালটন সাগরের নিচে যে লিথিয়াম জমা রয়েছে তা বিশ্বের বৃহত্তম লিথিয়াম ভান্ডারগুলির একটি। আমেরিকার গবেষকদের একটি সূত্র বলছে, সালটন সাগরের তলদেশে অন্তত 18 মিলিয়ন টন লিথিয়াম চাপা পড়ে রয়েছে। যা আগে পাওয়া 40 লক্ষ টন লিথিয়ামের থেকে অনেক বেশি।

লিথিয়ামের ব্যবহার

লিথিয়ামের ব্যবহার সম্পর্কে বর্তমানে প্রায় সকলেই অবগত। তবুও জানিয়ে রাখা ভাল, এই মূল্যবান পদার্থটি মূলত বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি তৈরিতে কাজে লাগে। এই লিথিয়ামের জোরেই বিশ্বব্যাপী ইভি যানবাহনের বাজার রমরমিয়ে চলছে। ওয়াকিবহাল মহল বলছেন, আমেরিকায় মজুদ থাকা এই বিপুল পরিমাণ লিথিয়াম সম্পূর্ণরূপে উত্তোলন করা গেলে বৈদ্যুতিক ক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশ বিশেষত চিনের ওপর অনেকটাই নির্ভরতা কমবে আমেরিকার।

অবশ্যই পড়ুন: মাধ্যমিক পাসে ভারতীয় রেলে ৯৯৭০ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, জারি বিজ্ঞপ্তি

চিনের ওপর নির্ভরতা কমবে?

আমেরিকার যে বিজ্ঞানী দলটি ক্যালিফোর্নিয়া থেকে সাদা সোনা অর্থাৎ লিথিয়ামের বিপুল ভান্ডার আবিষ্কার করেছেন তাদেরই একজন হলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ওই অধ্যাপক দাবি করেছেন, সালটন সাগরের তলদেশে আমরা যে বিপুল পরিমাণ লিথিয়াম পেয়েছি তা বিশ্বের বৃহত্তম লিথিয়াম ব্রিনের আমানতগুলির মধ্যে অন্যতম। অধ্যাপক আরও বলেন, এই লিথিয়েমের জোরেই আমেরিকার বাণিজ্য ব্যবস্থা অনেকটাই উন্নত হবে। সেই সাথেই প্রতিবেশী চিনের ওপরও আর ভরসা করে বসে থাকতে হবে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join