পাকিস্তানকে ধাক্কা! উন্নত AIM-120 এয়ার টু এয়ার মিসাইল দিচ্ছে না জানাল আমেরিকা

Published:

America On Pakistan us denied media reports regarding AIM 120 missile sale
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় ধাক্কা খেল পাকিস্তান! দেশটিকে উন্নত AIM 120 এয়ার টু এয়ার মিসাইল বিক্রির যে অনুমোদনের খবর ছড়িয়ে পড়েছিল নানা মহলে, এবার তা অস্বীকার করল আমেরিকা (America On Pakistan)। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে মিসাইল বিক্রির অনুমোদন নিয়ে যে সব খবর সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল সেগুলিকে ভিত্তিহীন বলে দাবি করল আমেরিকার দূতাবাস। ঠিক কী জানাল ট্রাম্পের দেশ?

পাকিস্তানকে মিসাইল সরবরাহ নিয়ে কী জানাল আমেরিকা?

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে AIM 120 উন্নত এয়ার টু ইয়ার মিসাইল বিক্রি নিয়ে অনুমোদনের খবর সম্পূর্ণ মিথ্যা বলে দাগিয়ে দিল আমেরিকার দূতাবাস। আমেরিকার তরফে স্পষ্ট জানানো হয়েছে, ‘বিগত বেশ কিছুদিন ধরে পাকিস্তানকে উন্নত মিসাইল সরবরাহ নিয়ে আমেরিকার যে অনুমোদনের খবর ছড়িয়ে পড়েছিল তার সম্পূর্ণ ভুয়ো। নতুন উন্নত মাঝারি পল্লার এয়ার টু এয়ার মিসাইল পাকিস্তানকে সরবরাহের জন্য নয়।’ তবে দূতাবাস এও জানিয়েছে, মিডিয়া রিপোর্টে উল্লেখিত চুক্তিটি পাকিস্তান সহ বেশ কিছু দেশের রক্ষণাবেক্ষণ এবং খুচরো যন্ত্রাংশ সরবরাহের জন্য। অর্থাৎ পাকিস্তানি বিভিন্ন মিসাইলের মজুদ বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে চুক্তিতে।

বিশেষ চুক্তির মাধ্যমে মিসাইলগুলির নতুন সংস্করণ তৈরি করবে আমেরিকা

রিপোর্ট যা বলছে তাতে, নতুন চুক্তির অধীনে আমেরিকান কোম্পানি রেথিয়নকে উন্নত এয়ার টু এয়ার মিসাইল অর্থাৎ AIM 120C8 এবং D3 সংস্করণের মিসাইল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে উন্নত সংস্কারের মিসাইলগুলি তৈরি করতে হবে এই আমেরিকান সংস্থাকে। সূত্রের খবর, উন্নত মিসাইল তৈরির জন্য প্রায় 2.5 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আগামী 2030 সালের 30 মে তারিখের মধ্যে ওই কোম্পানিটিকে মিসাইলগুলির উন্নত সংস্করণ তৈরির কাজ শেষ করতে হবে।

অবশ্যই পড়ুন: মেসির উপস্থিতিতেই কলকাতা ডার্বি! বিজয়ী দলকে নিজের হাতে পুরস্কার তুলে দেবেন লিও

প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরে একাধিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনের দাবি করে আসছিল, সম্ভবত আমেরিকা নাকি বিশেষ চুক্তির অধীনে পাকিস্তানকে AIM 120 AMRAAM মিসাইল সরবরাহ করবে। বলা বাহুল্য, 2010 সালে আমেরিকা থেকে F-16 ব্লক 52টি যুদ্ধবিমান কিনেছিল পাকিস্তান। সেই সব বিমানের সাথেই AIM 120C 5 মিসাইলও কিনেছিল ইসলামের দেশ। সেই থেকেই জল্পনা বাড়ে হয়তো পাকিস্তানকে উন্নত সংস্করণের এয়ার টু এয়ার মিসাইল সরবরাহ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও আমেরিকার দূতাবাস সেই দাবি উড়িয়ে দিল। তারা স্পষ্ট জানায়, এই চুক্তির অধীনে পাকিস্তানের বিমান বাহিনীকে কিছু বিক্রি করা হবে না। তাছাড়াও পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধি পায় এমন কোনও পদক্ষেপ আমেরিকার তরফে এখনই নেওয়া হবে না বলেই সূত্রের খবর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join