শ্বেতা মিত্রঃ ইলিশ (Ilish) মাছ নিয়ে সাধারণ বাঙালিদের মধ্যে একটা আলাদা ইমোশান কাজ করে বিশেষ করে এই বর্ষার সময় এই মাছের চাহিদা তুঙ্গে হয়ে ওঠে। বর্ষার মরশুমে বাঙালি রান্না ঘরে এবং খাবারে পাতে ইলিশ মাছের টুকরো থাকবে না সেটা তো হতেই পারে না। সব থেকে বড় কথা দীর্ঘ টালবাহানার পর বাংলাদেশ থেকে অবশেষে গত বৃহস্পতিবার ভারতে এসে ঢুকেছে পদ্মাপারের ইলিশ মাছ। বাংলাতেও ঢুকেছে সেই মাছ। তবে ভারতে এই মাছ পাঠানোর পর রীতিমতো নতুন করে বিপাকে পড়েছে বাংলাদেশ সরকার, হ্যাঁ ঠিকই শুনেছেন। যে মাছ বাংলাদেশে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে সেখানে ভারতে সেই মাছ অনেকটা কম দামেই রপ্তানি করতে হয়েছে বলে খবর।
ইলিশ রপ্তানি করে বিপাকে বাংলাদেশ
জানা গিয়েছে, বর্তমানে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক প্রথম দিনে ৭টি ট্রাকে ৭০০ গ্রাম থেকে ১ কেজি আকারের ২৫ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছে ভারতে। যদিও ভারতে এখন এই মাছ পাঠিয়ে রীতিমতো হাত কামড়াতে হচ্ছে বাংলাদেশকে বলে মনে করছে বিশিষ্ট মহল। এমনিতেই প্রথম দিকে ভারতকে তিন হাজার টন ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নিলেও পরে সে সিদ্ধান্ত বদল করে ২৪২০ টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সংকটের কারণে ইলিশ মাছ রফতানি ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বাংলাদেশের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আগে দেশের মানুষ এই মাছ পাবে তারপর অন্য কোন জায়গায় মাছ রপ্তানি হবে তবে আচমকায় পুজোর মুখে উল্টো সুর শোনা যায় বাংলাদেশের গলায়। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে প্রতিবছর দুর্গাপুজোর আগে বড় একটি চালান ভারতে পাঠায় বাংলাদেশ। এবারও তার ব্যতিক্রম ঘটল না। এবারেও মাছ পাঠিয়েছে বাংলাদেশ। তবে এইটা মাছ নিয়ে কিছুটা হলেও বিপাকে রয়েছে বাংলাদেশ বলে মনে হচ্ছে।
ভারতে এত টাকার বিনিময়ে মাছ পাঠাল বাংলাদেশ
ভারতে যে বাংলাদেশ মাছ পাঠাবে সে বিষয়ে সকলেই জানতেন। কিন্তু ঠিক কত টাকার বিনিময়ে ভারতকে সেই মাছ বাংলাদেশ পাঠাবে সে বিষয়ে কেউ জানত না। এবার জানা গেল সেই দাম। বাংলাদেশ কেন বিপাকে পড়েছে সে বিষয়ে জানা গেল। কম দামে ভারতকে মাছ পাঠানো নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সে দেশের মানুষজন।
জানা গিয়েছে, ভারতে প্রতি কেজি ইলিশ রফতানি করা হয়েছে বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা দরে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮০০ টাকা। অথচ, যশোরের বড় বাজার মাছের আড়তে পাইকারিতে প্রতি কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২০০ টাকা। ফলে সেই নিয়ে মানুষের ক্ষোভের শেষ নেই। অর্থাত্ একই আকারের ইলিশ প্রায় ৪০০ টাকা কমে ভারতে রফতানি করেছে বাংলাদেশ সরকার। অন্যদিকে ওই আকারের ইলিশ খুচরো বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার টাকারও বেশি দামে।