বিক্রম ব্যানার্জী, কলকাতা: মৃত্যু হয়েছে জনপ্রিয় প্যারানরমাল তদন্তকারী ড্যান রিভেরার। গত সপ্তাহের শুরুতেই পেনসিলভানিয়ার গেটিসবার্গের হোটেলের নিজস্ব কক্ষ থেকে মৃতদেহ উদ্ধার হয় 54 বছর বয়সী দিগ্গজের।
আর এরপর থেকেই উধাও ভয়ঙ্কর সেই অ্যানাবল পুতুল। রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ওই কুখ্যাত পুতুলের সন্ধান মেলেনি। তাহলে কোথায় হাওয়া হয়ে গেল অ্যানাবেল? ক্রমশ ঘনাচ্ছে রহস্য।
রিভেরার হোটেল রুম থেকেই নিখোঁজ হয়েছে ওই পুতুল
দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ডেভিলস অন দ্য ট্যুর নামক একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সোলজার্স ন্যাশনাল অরফানেজে। জানা যায়, সেখানেই ওই কুখ্যাত পুতুলটিকে দেখানো হয়েছিল। তবে সেই ঘটনার পরই আচমকা মৃত্যুর খবর আসে রিভেরার। এদিকে জনপ্রিয় প্যারানরমাল তদন্তকারীর মৃত্যুর সাথে সাথেই তাঁর ঘর থেকে নিখোঁজ হয়ে যায় পুতুলটি।
ঠিক কোন কারণে মৃত্যু হল ড্যানের?
খোঁজ নিয়ে জানা গেল, রবিবার রাতে প্রথম এক ব্যক্তি রিভেরার ঘরে পৌঁছলে তিনি তাঁকে মৃত অবস্থায় দেখেন। এরপরই খবর দেওয়া হয় হোটেল কর্তৃপক্ষের বাকিদের। একে একে প্যারানরমাল তদন্তকারীর ঘরের সামনে হাজির হন প্রায় সকলেই। কিন্তু হঠাৎ ঠিক কোন কারণে ড্যানের মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আমেরিকান সেনাবাহিনীর এই প্রবীণ সৈনিকের মৃত্যুর খবরকেও ছাপিয়ে গিয়েছে ওই কুখ্যাত অ্যানাবেল পুতুলটির নিখোঁজ হওয়ার খবর।
View this post on Instagram
অবশ্যই পড়ুন: “তুমি আমার বাবাকে মেরেছ”, ভাজ্জিকে দেখতেই বলে শ্রীসন্থের মেয়ে! ফের ক্ষমা চান হরভজন
পুতুলটিকে নিয়েই ঘনাচ্ছে রহস্য
1970 সালে প্রথমবারের জন্য নার্সিং স্টুডেন্ট ডোনার হাতে এই অ্যানাবেল পুতুলটি তুলে দেওয়ার পর থেকেই ওই পুতুলের রুপ বদলে যায়! এরপর থেকেই একের পর এক ভয়ঙ্কর এবং অলৌকিক কাজকর্মের সাথে যুক্ত হয়ে পড়ে ওই পুতুলটি। হ্যাঁ রিপোর্ট অনুযায়ী, পরবর্তীকালে ওই পুতুলটিকে কানেকটিকাটের জাদুঘরের স্থানান্তরিত করা হয়েছিল ঠিকই, তবে পুতুল একজন পুলিশ অফিসারকে ছুরি দিয়ে আঘাত করেছিল বলেই খবর।
শুধু তাই নয়, ওই পুতুলের জন্যই নাকি পরবর্তীতে এক পুরোহিতের সাথেও গাড়ি দুর্ঘটনাও ঘটে। তবে বর্তমানে ওই অলৌকিক পুতুলটি নিয়ে চিন্তা বেড়েছে অনেকের! কেননা, ড্যানের মৃত্যুর পর হঠাৎ অ্যানাবল পুতুলের উধাও হয়ে যাওয়া আদতেই চিন্তার কারণ! কেউ কেউ আবার, জনপ্রিয় প্যারানরমাল তদন্তকারীর মৃত্যুর নেপথ্যে ওই পুতুলটিকেই দায়ী করছেন!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |