ফিল্ড মার্শালের পর এবার পাকিস্তানের রাষ্ট্রপতি হতে পারেন মুনির, বিপদ বাড়ল ভারতের!

Published on:

Asim Munir may become the President of Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানে বন্ধ হবে না অপশাসন! ফের আরও একবার অভ্যুত্থানের পথে হাঁটতে পারে ভারতের পশ্চিমের পড়শি! পাক সংবাদমাধ্যম আশঙ্কা করছে, হয়তো পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সূত্রের খবর, পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে ক্ষমতারচ্যুত করতে চাইছেন মুনির! আর সেই পথ ধরেই নিজেকে প্রেসিডেন্টের আসনে বসাতে চান পাক সেনা নায়ক। বিশেষজ্ঞদের মতে, পাক সংবাদমাধ্যমের খবর যদি সত্যি হয়, এবং শেষ পর্যন্ত যদি মুনির রাষ্ট্রপতির আসনে বসেন, তবে তা ভারতের জন্য মোটেও শুভকর হবে না!

পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে বিরাট ছক মুনিরের!

পাক মিডিয়ার আশঙ্কা, হয়তো খুব শীঘ্রই প্রেসিডেন্ট আসিফ আলিকে পদচ্যুত করে মুনির সেনা অভ্যুত্থান ঘটাতে পারেন। সূত্র বলছে, বিগত বেশ কয়েক মাস ধরে পাক প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়া করতে নাকি নানান ফন্দি এঁটে গিয়েছেন সেনাপ্রধান মুনির।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এবার সেই আশঙ্কাতেই একাধিক তথ্য দিচ্ছে পাক মিডিয়া! যদিও পাকিস্তানের সংবাদমাধ্যম এ কথা, জোর দিয়ে বলতে পারেনি যে মুনির যদি বর্তমান প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেন তবে তা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে হবে কিনা। এর অর্থ, মুনিরের নানান কুচুটে কৌশলের ফাঁদে পড়ে জারদারি নিজে থেকেই সিংহাসন ছেড়ে দেবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

ভারতের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন মুনির?

পাকিস্তানের এক সাংবাদিক নাকি জানিয়েছেন, বর্তমানে সেনা জেনারেল আসিম মুনির নিজস্ব বুদ্ধিতেই সমস্ত পরিকল্পনা তৈরি করছেন। যদিও সেই সব পরিকল্পনায় আদৌ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মত রয়েছে কিনা তা নিয়ে সংশয় নানা মহলে। তবে ওই পাক সাংবাদিক জানিয়েছেন, হয়তো নিজের হাতে গোটা দেশের রাশ ধরে রাখতে আগামী দিনে বড়সড় খেল দেখাতে পারেন মুনির। ইতিমধ্যেই নাকি সেই মতোই পরিকল্পনা তৈরি হচ্ছে!

তবে ওই সাংবাদিক এও বলেছেন, মুনির যদি শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে নেন সে ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়! তবে যদি, বর্তমান প্রেসিডেন্ট জারদারি পদ ছাড়তে রাজি না হন, এবং মুনিরের তরফে বল প্রয়োগ করা হয় তবে তাতে, হিতে বিপরীত হতে পারে। এবং সেই ঘটনা ভারতের জন্যও যথেষ্ট উদ্বেগের হবে!

অবশ্যই পড়ুন: RBI-র এক সিদ্ধান্তে ব্যাঙ্কের মনমর্জি বন্ধ, বিরাট স্বস্তি গ্রাহকদের মধ্যে

সূত্র বলছে, প্রাথমিকভাবে মুনির যদি ছল করে জারদারিকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেন, সেক্ষেত্রে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারেন বর্তমান প্রেসিডেন্ট।
তাতে সমস্যা আরও বাড়বে! এদিকে আবার মুনির যদি শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্টের আসনে বসে যান, তবে পাকিস্তানে গজিয়ে ওঠা জঙ্গি সংগঠনগুলি আরও মাথা চাড়া দিয়ে উঠবে! যা ভারতের জন্য মোটেই শুভ হবে না, বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। এখন দেখার, মুনির যে ভয়ঙ্কর খেলায় নেমেছেন, তার পরিণতি ঠিক কত দূর গড়ায়!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group