তেলের ট্যাঙ্কার উল্টে ভয়ানক দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৯৪ জন! আরও বাড়তে পারে সংখ্যা

Published on:

nigeria oil tanker explosion

শ্বেতা মিত্রঃ এবার বড় ঘটনা ঘটে গেল নাইজেরিয়াতে। ভয়ানক দুর্ঘটনায় প্রাণ গেল কমপক্ষে ৯৪ জনের। পেট্রোল ট্যাঙ্কারে বিস্ফোরণে অন্তত ৯৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কড়া হচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণে ৫০ জন গুরুতর আহত হয়েছেন। যদি ওই আহত ও মৃতের সংখ্যা করে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাইজেরিয়ায় ভয়ানক ঘটনা

WhatsApp Community Join Now

জানা গিয়েছে, আজ বুধবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জিগাওয়া রাজ্যের একটি গ্রামের কাছে পেট্রোল ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়ে পেট্রোল ট্যাঙ্কার। এ ঘটনায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্যাঙ্কারটি উল্টে যায়। এদিকে সুযোগের সদ্ব্যবহার করে  ট্যাঙ্কার থেকে পেট্রোল সংগ্রহ করতে লোকজন সেখানে জড়ো হন। কিন্তু সকলের ভাগ্যে করুণ পরিণতি লেখা ছিল সেটা হয়তো কেউ ভাবতেও পারেননি। যখন সকলে মিলে ট্যাঙ্কার থেকে তেল নিয়েছিলেন ঠিক তখনই বিস্ফোরণ ঘটে।

অনেকের অবস্থা আশঙ্কাজনক

জিগাওয়া পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর স্থানীয়রা তাতে পেট্রোল ভরতে শুরু করে। এরপর বিকট আগুন ধরে যায়। তিনি জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই। বুধবার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনা সংক্রান্ত একটি ভিডিওও সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গোটা এলাকায় ভয়াবহ আগুন জ্বলছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। আহতদের নিকটবর্তী স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই আহতদের চিকিৎসা চলছে বলে খবর।

যদিও নাইজেরিয়াতে এহেন ঘটনা প্রথম নয়। নাইজেরিয়ায় বেশিরভাগ দুর্ঘটনা ঘটে বেপরোয়া গাড়ি চালানো, রাস্তার খারাপ অবস্থার কারণে। গত মাসে নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বিস্ফোরণে অন্তত ৪৮ জন নিহত হন। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পসের তথ্য অনুযায়ী, শুধু ২০২০ সালেই দেড় হাজারের বেশি পেট্রোল ট্যাংকারের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫৩৫ জন নিহত ও এক হাজার ১৪২ জন আহত হন।

সঙ্গে থাকুন ➥
X