বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের প্রাণ ঝরল পাকিস্তানি সেনার। বুধবার, আফগান সীমান্তের কাছে পাকিস্তানি সেনার কনভয়ে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা (Attack On Pakistan Army)। যেই ঘটনায় ইতিমধ্যেই 9 জন আধাসামরিক সৈন্য এবং দুজন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এদিকে গোটা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে আফগানিস্তান পন্থী জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)।
কীভাবে ঘটলো এমন দুর্ঘটনা?
পাকিস্তান সেনাবাহিনী 5 জন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগান সীমান্তের পাশ দিয়ে পাক সেনার কনভয় যাওয়ার সময় উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্রাম জেলার বিপুল সংখ্যক জঙ্গি গুলি ছোড়ার পাশাপাশি কনভয় লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল। আর তাতেই প্রাণ গিয়েছে 11 জন পাকিস্তানি সেনার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমের দেশে।
আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ
সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তান সরকারকে উৎখাত করে কট্টরপন্থী ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে পশ্চিমের দেশের বিভিন্ন এলাকায় পাক সেনার উপর হামলা চালিয়েছে তেহরিক ই তালেবান পাকিস্তানের জঙ্গিরা। এদিকে ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানে সন্ত্রাস ছড়াতে জঙ্গিদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে কাবুল। যদিও আফগানিস্তানের তরফে এমন অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
অবশ্যই পড়ুন: মাঠেই মেজাজ হারালেন পৃথ্বী শ, ব্যাট হাতে তেড়ে গেলেন মুশিরের দিকে! কী হয়েছিল?
উল্লেখ্য, সোমবার পাকিস্তানের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তরফে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানজুড়ে সন্ত্রাসী হামলা এবং সামরিক অভিযান ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় গত 3 মাসে পাকিস্তানে অন্তত 900 জন মানুষের মৃত্যু হয়েছে। ওই প্রতিবেদন বলছে, সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের সংঘর্ষে 901 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে 599 জন। যা পূর্ববর্তী 3 মাসের তুলনায় 46 শতাংশ বেশি। না বললেই নয়, চলতি বছর এখনও পর্যন্ত জঙ্গিদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষে পাকিস্তান জুড়ে 2,414 জনের প্রাণ গিয়েছে।