বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পাকিস্তানের পুলিশ ট্রেনিং স্কুলে জঙ্গি হামলা, মৃত একাধিক

Published:

Attack On Pakistan Police Training Centre 13 killed
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সন্ত্রাসবাদের আগুনে জ্বলছে পাকিস্তান। ফের পশ্চিমের দেশের মাটিতে ঝরল রক্ত। এবার হামলার শিকার পাক পুলিশ ট্রেনিং সেন্টার (Attack On Pakistan Police Training Centre)। জানা যাচ্ছে, শুক্রবার রাতে বেশ কয়েকজন জঙ্গি একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে খাইবার পাখতুনখোওয়ার একটি পুলিশ ট্রেনিং সেন্টারে জোরালো হামলা চালায়। সেই হামলার পরেও টানা 5 ঘন্টা পুলিশের সাথে গুলির লড়াই চলে জঙ্গিদের। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 7 জন পুলিশ কর্মীর। এদিকে সংঘর্ষে মোট 6 জন সন্ত্রাসীকেও নিকেশ করা হয়েছে বলেই খবর।

আহত হয়েছেন বহু পুলিশকর্মী

এবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী, গতকাল রাতে খাইবার পাখতুনখোওয়া প্রদেশের দিরাই ইসমাইল খান জেলার রত্তা কুলাচি পুলিশ ট্রেনিং স্কুলে হামলার ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, প্রথমে বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এরপর পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। রিপোর্ট অনুযায়ী, এদিন পুলিশ ট্রেনিং ক্যাম্পাসের ভেতরেও বেশ কয়েকজন জঙ্গি ঢুকে পড়েছিলেন। পরবর্তীতে পাক পুলিশের সাথে দীর্ঘ গুলির লড়াইয়ে জঙ্গি এবং পুলিশ কর্মী মিলিয়ে 13 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন বহু পুলিশ সদস্য। ।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে জঙ্গিদের সাথে সংঘাতে ময়দানে নেমেছিলেন এসএসজি কমান্ডো থেকে শুরু করে, আল বুর্ক বাহিনী, এলিট ফোর্স সহ পুলিশের একাধিক সদস্য। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর তরফে সাফ জানানো হয়েছে, পুলিশ ট্রেনিং সেন্টারটিতে হামলার পর সেখান থেকে বেশ কিছু আত্মঘাতী হামলার সামগ্রী, আধুনিক অস্ত্র এবং ভুরি ভুরি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

 

অবশ্যই পড়ুন: ভারতীয়দের মধ্যে ১ নম্বরে! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন গিল

প্রসঙ্গত, কর্তৃপক্ষ সূত্রে খবর, শুক্রবার রাতে যখন পুলিশ ট্রেনিং স্কুলে হামলার ঘটনাটি ঘটে, তখন ওই সেন্টারটিতে কমপক্ষে 200 জন ট্রেনি, প্রশিক্ষক এবং কর্মী ছিলেন। পুলিশ সূত্রে খবর, তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। বাকিদের নিরাপদে গোপন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে খাইবার পাখতুনখোওয়ার আইজি হামিদ জানিয়েছেন, ‘গোটা এলাকায় চলেছে তল্লাশি অভিযান। তবে, আর কোনও জঙ্গির খোঁজ পাওয়া যায়নি।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join