পিলখানা হত্যাকাণ্ডে হাসিনার সাথে বড় বিশ্বাসঘাতকতা! মুজিব কন্যার বিরুদ্ধে বয়ান দুই লিগ নেতার

Published on:

Updated on:

Awami League leaders have given statements regarding Sheikh Hasina

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে বিরাট বিপদে পড়লেন শেখ হাসিনা (Sheikh Hasina)। না, তিনি বর্তমানে ও দেশে নেই ঠিকই, তবে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর সবচেয়ে কাছের দুই সহযোগী তথা আওয়ামী লিগ নেতা এবার বিশ্বাসঘাতকতা করলেন!

বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যম দাবি করছে, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য যে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের সভাপতি তথা BDR-র প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কমিশন দুই পলাতক আওয়ামী লিগ নেতার বয়ান নিয়েছে। দুই নেতাই নাকি ইমেলে জবানবন্দি দিয়েছেন। আর সেখানেই নাকি পায়ের তলার মাটি সরেছে হাসিনার!

পিলখানা গণহত্যা মামলায় নয়া মোড়

বুধবার, পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলনে কমিশন সভাপতি রহমান জানান, গণহত্যার মামলায় বেঁচে ফিরে আস 15 জন অফিসারের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাছাড়াও প্রাণে রক্ষা পাওয়া 50 জন অফিসার লিখিত বয়ান দিয়েছেন। আর ঠিক এই সময়েই সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়েই কমিশন সভাপতি বলে বসেন, রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে 8 জন সংশ্লিষ্ট রাজনীতিবিদের জবানবন্দি নেওয়া হয়েছে।

তাদের মধ্যে 3 জনের সাক্ষাৎকার নেওয়া হয়, তিনজন সরকারি অফিসারদের সামনে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। তবে হাসিনার দল অর্থাৎ আওয়ামী লিগের দুই নেতা ইমেলের মাধ্যমে নিজেদের জবানবন্দি ব্যক্ত করেছেন। তবে বর্তমানে তাঁরা দুজনই পলাতক।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কোন দুজনের সাক্ষ্য পাওয়া গিয়েছে?

বাংলাদেশের ওই সংবাদ প্রতিবেদন মারফত খবর, হাসিনার পার্টি আওয়ামী লিগের দুই অন্যতম প্রধান মুখ অর্থাৎ সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লিগ পার্টির সাংগঠনিক সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী মির্জা আজম মূলত ইমেলের মাধ্যমে নিজেদের সাক্ষ্য দিয়েছেন। সূত্র বলছে, ওই দুই নেতার বয়ানে নাকি হাসিনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সূত্রের খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে, দুই প্রধান বিশ্বস্ত এবার পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে বয়ান দিতে গিয়ে খুব সম্ভবত, হাসিনার নির্দেশের কথা উল্লেখ করেছেন!

অবশ্যই পড়ুন: ৭৪ দিন আমদানি না করলেও চলবে! ভারতের গোপন তেল ভান্ডারগুলির ঠিকানা জানেন?

উল্লেখ্য, বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পিলখানা হত্যাকাণ্ড মামলায় গঠিত তদন্ত কমিশন সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি বেসামরিক ব্যক্তি, একাধিক পুলিশ কর্মকর্তা, কারাগারে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ও BDR সদস্যদের সাক্ষ্য মিলিয়ে মোট 158 জনের জবানবন্দি রেকর্ড করেছে। তাছাড়াও জানা যাচ্ছে, বাংলাদেশের ওই তদন্ত কমিশন 6টি বিদেশি দূতাবাস ও জাতিসংঘের অফিস থেকেও তথ্য চেয়েছে। পাশাপাশি জনসাধারণকেও পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জেনে থাকলে সেই তথ্য জানাতে বলা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥