বড়দিনে ভয়ংকর দুর্ঘটনা! কাজাখস্তানে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান, অনেকের প্রাণহানির আশঙ্কা

Published on:

azerbaijan airlines

প্রীতি পোদ্দার, আস্তানা: বড়দিনের খুশির আমেজে ঘটে গেল ভয়ংকর বিপদ। ফের বিমান দুর্ঘটনায় অঘোরে প্রাণ চলে গেল একাধিক যাত্রীর। আজ সকালে কাজাখস্তানের আকতুতে ভেঙে পড়েছে যাত্রিবাহী বিমান। সেখানকার সরকারের তরফে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে।

ঘটনাটি কী?

WhatsApp Community Join Now

জানা গিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টে ৫৫ মিনিটে আজারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমানটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজনির উদ্দেশে রওনা দেয়। জানা গিয়েছে, বিমানে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন। কিন্তু আবহাওয়াজনিত কারণে কাজাখস্তানের আকতুতে কাসপিয়ান সাগরের পূর্ব উপকূলে আচমকা বিমানটি ভেঙে পড়ে। চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে বিমানে কত জন যাত্রী এবং কত জন বিমানকর্মী ছিলেন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও

সূত্রের খবর, এই বিমান দুর্ঘটনা প্রসঙ্গে কাজাখস্তানে প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রবল কুয়াশার কারণে আকতাউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল উড়ানটি। এবং আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি ভেঙে পড়ার আগে বেশ কয়েকবার চক্কর কেটেছিল বিমানবন্দরের আকাশে। কিন্তু তারপরে আর নিয়ন্ত্রণে করতে না পেরে গোত্তা খেয়ে ভেঙে পড়ে যায়। রাশিয়ার একটি সংবাদমাধ্যমের দাবি, এক ঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খেয়েই নাকি বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে এখনও কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইতিমধ্যেই বিমান ভেঙে পড়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি খোলা মাঠের মধ্যে বিমানটি গোত্তা খেয়ে পড়ে আগুন ধরে যায়।

এদিকে রাশিয়ার সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, জরুরি ভিত্তিতে নামার জন্য বিমানবন্দরকে জানিয়েছিলেন পাইলট, কিন্তু তার আগেই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়। উদ্ধারকারীরা জানিয়েছেন, ইতিমধ্যেই বিমানটি টুকরো টুকরো হয়ে গিয়েছে। কোনো রকমে ভেঙে গুঁড়িয়ে যাওয়া বিমানের ভেতর ঢুকে কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু কত জনকে জীবিত অবস্থাওয় পাওয়া গিয়েছে তা নিয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

সঙ্গে থাকুন ➥
X