বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘাতে সন্ত্রাসবাদের আশ্রয়দাতাকে একেবারে কোলে তুলে সখ্যতা দেখিয়েছিল তুরস্ক ও আজারবাইজান (Azerbaijan)। অনেকেই হয়তো জানেন না, পাকিস্তানের দুই বন্ধুরাষ্ট্র তুরস্ক ও আজারবাইজানের মধ্যে সম্পর্কের ভিত যথেষ্ট মজবুত।
তবে শোনা যাচ্ছে, এবার সেই বন্ধু রাষ্ট্র তুরস্কের সাথে বিশ্বাসঘাতকতা করল পাক শুভাকাঙ্ক্ষী আজারবাইজান! ঠিক কী ঘটেছে? সূত্রের খবর, পাকিস্তান ও তুরস্ককে এড়িয়ে এবার ভারতের বন্ধু রাষ্ট্রের সাথে চুক্তি সেরেছে বাকু।
তুরস্কের সাথে বিশ্বাসঘাতকতা করল আজারবাইজান
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বন্ধু রাষ্ট্র তুরস্কের সাথে ঘনিষ্ঠতা ভুলে গোপনে ভারত বন্ধু ইজরায়েলের সাথে চুক্তি করেছে আজারবাইজান। সূত্রের খবর, গাজায় জোরালো হামলার পর আচমকা তুরস্ক যখন ইজরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়, ঠিক সেই আবহে হঠাৎ তেল সরবরাহের বিষয় ইজরায়েলের সাথে গোপনে একটি চুক্তি স্বাক্ষর করে নেয় পাক বন্ধু আজারবাইজান।
অনেকেই বলছেন, বহু আগে থেকেই তুরস্ক ও পাকিস্তানকে না জানিয়ে ইজরায়েলের সাথে বন্ধুত্ব বজায় রেখেছিল আজারবাইজান। তবে সাম্প্রতিক সময়ে তা ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, ভারত বন্ধু ইজরায়েলের সাথে আজারবাইজানের গোপন চুক্তি পাকিস্তান ও তুরস্কের মাথাব্যথা অনেকটাই বাড়িয়েছে!
অবশ্যই পড়ুন: ৩ দিনেই মিলবে পাসপোর্ট, লাগবে না পুলিশ ভেরিফিকেশন! কীভাবে, কোথা থেকে করবেন দেখুন
নতুন কৌশলে তেল সরবরাহ করছে আজারবাইজান
গত বছর অর্থাৎ 2024 স্যারের অক্টোবর নাগাদ হঠাৎ ইজরায়েলে তেল বিক্রি বন্ধ করে দেয় আজারবাইজান, এমন খবর শোনা গিয়েছিল নানা মহলে। তবে সেসব ভুলে আজ ইজরায়েলের সাথে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে আজারবাইজানের। যা খবর, সরাসরি না হলেও তৃতীয় পক্ষের ব্যবসায়ীদের হাত ধরে ইজরায়েলকে বিপুল তেল সরবরাহ করছে আজারবাইজান।