সৌভিক মুখার্জী, কলকাতা: সন্ত্রাসের দেশে (Pakistan) ফের রক্তক্ষয়ী হামলা। এবার সামনে এসেছে বালোচ লিবারেশন আর্মির বিস্ফোরক এক দাবি। তারা নাকি 51 টি জায়গায় একযোগে 71 টি হামলা চালিয়েছে! তাদের লক্ষ্য ছিল কনভয়, গোপন গোয়েন্দা ঘাঁটি এবং খনিজ পরিবহনের গাড়িগুলিকে গুঁড়িয়ে দেওয়া। যার জেরে পরিস্থিতি এখন আরও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার এই দেশে।
BLA-র হুঁশিয়ারি
সম্প্রতি একটি বিবৃতিতে BLA জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় নয়া রাজনৈতিক এবং সামরিক অর্ডার এবার অনিবার্য। নিজেদের ‘বিদেশি প্রক্সি’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা খারিজ করে তারা জানিয়ে দিয়েছে, আমরা কোনোরকম রাষ্ট্রের দ্বারা পরিচালিত পুতুল নই, বরং এই অঞ্চলের ভবিষ্যৎ রচনায় আমরা ভূমিকা রাখব।
এই হামলার পিছনে আসল উদ্দেশ্য কী?
এই বিষয় নিয়ে BLA-র মুখপাত্র জিয়েন্দ বালোচ মুখ খোলেন। তিনি জানান, হামলার উদ্দেশ্যে শুধুমাত্র ধ্বংস নয়, বরং ভবিষ্যতে সঙ্ঘবদ্ধ যুদ্ধের প্রস্তুতি। এমনকি মাঠের নিয়ন্ত্রণ, প্রতিরক্ষা শক্তির যাচাই ও সামরিক সমন্বয়কে নিজেদের মধ্যে আরও দৃঢ় করে তোলা।
আর এই হামলা ঠিক এমন সময় ঘটানো হয়েছে, যখন ভারত এবং পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে। BLA দাবি করছে, তারা পাকিস্তান সেনাদের উপর চাপ সৃষ্টি করার জন্যই এই হামলার পথ বেছে নিয়েছে।
BLA এখানেই থেমে থাকেননি। তারা সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তান একটি প্রতারক রাষ্ট্র, যে রাষ্ট্রের প্রতিটি শান্তির প্রস্তাব শুধুমাত্র সামরিক ছলনা। তারা এও জানিয়েছে যে, এটি এমন একটি দেশ, যার প্রতিটি প্রতিশ্রুতি রক্তে ভেজা। এদের হাতে বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে। এমনকি তারা ISI-কে আন্তর্জাতিক সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবেও আখ্যা দিয়েছেন।
ভারতের উদ্দেশ্যে বার্তা
সূত্রের খবর, BLA আন্তর্জাতিক মহলে বিশেষ করে ভারতের কাছে এবার রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে। তারা বলেছে, যদি বিশ্ববাসী বিশেষ করে ভারত আমাদের পাশে দাঁড়ায়, তাহলে বালুচ জাতি পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্র থেকে চিরতরে মুছে যেতে পারবে।
আরও পড়ুনঃ এক সপ্তাহের মধ্যে ঘরে ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর! ফোনে পূর্ণমের স্ত্রীর সঙ্গে কথা মমতার
এমনকি তারা এও সর্তকতা জানিয়েছে, পাকিস্তানকে যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে এই রাষ্ট্র একদিন গোটা বিশ্বের জন্য কাল হয়ে দাঁড়াবে। কারণ, তাদের পারমাণবিক অস্ত্র এখন সেনাপ্রতিষ্ঠানের হাতে, যা কিনা টাইম বোমের মত ফিট করা রয়েছে। এখন দেখার আন্তর্জাতিক মহলে কীভাবে এই সংকট পাকিস্তান কাটিয়ে ওঠে।