প্রীতি পোদ্দার, ইসলামাবাদ: পহেলগাঁও জঙ্গি হামলার হিসাব মেটাতে মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে এক বড় প্রত্যাঘাত হেনেছে ভারত। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে জৈশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলির নয়টি শিবির একলহমায় গুঁড়িয়ে দিয়েছে ভারত। অন্তত ১০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে এই স্ট্রাইকে। আর এই আবহে এবার আইইডি বিস্ফোরণে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়ি উড়িয়ে দেয় বিদ্রোহী বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ (Baloch Liberation Army)।
ঘরের অন্দরেই দ্বন্দ্ব
একের পর এক হামলায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছে পাকিস্তান। আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা বেড়েছে। সংঘর্ষবিরতি লঙ্ঘন করে লাগাতার গুলি চালিয়েছে পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এদিকে অপারেশন সিঁদুরের পর ভারতের থেকে জঙ্গিদের প্রতিটি ফোঁটা রক্তবিন্দুর বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাদের এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সুহাগরাত’। এদিকে বাইরের বিপদ সামলাতে গিয়ে ঘরের ভিতরেই বড় দ্বন্দ্ব বেঁধে গেল। বিদ্রোহী বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ এবার পাক সেনাদের উপর হামলা করল। আইইডি বিস্ফোরণে প্রাণ গেল ১২ পাক সেনার।
বিস্ফোরণে মৃত্যু একাধিক পাক সেনার
মিডিয়া সূত্রে খবর, গত মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাচ এলাকা দিয়ে পাক সেনাবাহিনীর গাড়ি যখন যাচ্ছিল সেই সময় বিদ্রোহী বালুচ লিবারেশন আর্মি বা BLA সেই গাড়ি যাওয়ার সময় রিমোট কন্ট্রোল আইইডি দিয়ে বিশাল বিস্ফোরণ ঘটায়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বালুচ আর্মির এই হামলার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে যে বিস্ফোরণের পর গাড়িতে থাকা পাক সেনারা কয়েক মিটার দূরে ছিটকে যায়। এবং নিমেষে তাদের দেহ টুকরো টুকরো হয়ে যায়।
আরও পড়ুনঃ লাহোরে সিরিয়াল বিস্ফোরণ, ফের কেঁপে উঠল পাকিস্তান! আতঙ্কে গোটা দেশ
ইতিমধ্যে এই হামলার কথা স্বীকার করেছে পাক সেনাবাহিনী। তবে তাঁদের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে ১২ নয় ৭ জন সেনার মৃত্যু হয়েছে। আর এই হামলার নেপথ্যে বালুচ লিবারেশন আর্মির স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড যে রয়েছে তা তাঁরা স্বীকারও করেছে। আসলে দীর্ঘ দিন ধরে পাক সরকার এবং পাক সেনাবাহিনীদের উপর বালুচ আর্মিদের আক্রোশ বেড়েই চলেছে। গত মার্চ মাসেই কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস অপহরণ করে নেয় বালুচ লিবারেশন আর্মি। এরপরও একাধিকবার সেনার কনভয় বা গাড়িতে হামলা চালিয়েছে বালুচ লিবারেশন আর্মি।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।