গোটা এলাকা হাতছাড়া! পাকিস্তানের সেনা, পুলিশকে খেদিয়ে সুরাব শহরে কবজা বালোচদের

Published on:

Balochistan Liberation Army captures Pakistani city of Surab

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের কাছে পেটানি খেয়েও শিক্ষা হয়নি পাকিস্তানের! নিজের ভুল স্বীকার করা তো দূর, বরং উঁচু স্বরে ক্ষমতার বাইরে গিয়ে রোয়াব ঝাড়ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ! তবে বেহায়া পড়শির এমন আচরণের মাঝেই উঠে আসছে বড় খবর। একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, ঘরেই হেরে গিয়েছে পাকিস্তান!

বালুচিস্তানে চরম সংঘর্ষের মাঝে এবার শুধু পাহাড়ে নয়, জানা যাচ্ছে, পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর সুরাবের দখল নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি (Balochistan Liberation Army)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাক শহরের লেভিস পুলিশ স্টেশন, কয়েকটি ব্যাঙ্ক, একাধিক সরকারি ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখন BLA যোদ্ধাদের দখলে। জানা যাচ্ছে, বালুচ স্বাধীনতাকামিদের এমন কর্মকাণ্ডের পরও নাকি নিরব দর্শকের ভূমিকায় পাক সরকার।

BLA-র বড় দাবি

সম্প্রতি বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে জানানো হয়েছে, BLA যোদ্ধারা ইতিমধ্যেই সুরাব শহরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এছাড়াও স্থানীয় ব্যাঙ্ক ও পুলিশ স্টেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিকেও কব্জা করেছে BLA। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বালুচিস্তান লিবারেশন আর্মির সশস্ত্র কর্মীরা নাকি কোনও রকম গুলি না চালিয়েই পাক সেনা থেকে শুরু করে পুলিশ কর্মীদের ওই অঞ্চল থেকে তাড়িয়ে দিয়েছে। এ প্রসঙ্গে BLA মুখপাত্র জিয়ান বালুচ জানিয়েছেন, খুব শীঘ্রই গোটা বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হবে।

সুরাব শহর কেন গুরুত্বপূর্ণ?

বেশ কয়েকটি রিপোর্ট খতিয়ে দেখে জানা গেল, কোয়েটা এবং করাচিকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক N-65 গিয়েছে এই সুরাব শহরের ওপর দিয়েই। তাছাড়ও এই অঞ্চলটি পাক সরকারের জন্য শুধুমাত্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং বালুচিস্তানে পাক সরকারের প্রধান রসদ ও প্রশাসনিক সাহায্য পাঠানোর একটি গুরুত্বপূর্ণ পথও। জানা যাচ্ছে, এবার সেই শহরকে টার্গেট করেই পাক সরকারের কোমর ভেঙে দিল বালুচিস্তান লিবারেশন আর্মি। অনেকেই বলছেন, পাকিস্তানে এখন গৃহযুদ্ধ! দেশের মাটিতেই হেরে গিয়েছে পাক সরকার!

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: মেরিনার্সদের প্রিয় ফুটবলার ফিরছেন ভারতে! তবে বাগান নয়, খেলবেন ডায়মন্ড হারবারের হয়ে!

প্রসঙ্গত, বহু বিশ্লেষক মনে করছেন, বালুচিস্তানে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চালিয়ে এবার পাহাড় থেকে সরাসরি পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর সুরাব দখল করার মধ্যে দিয়ে পাক সরকারকে বড় বার্তা দিতে চেয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। তারা বোঝাতে চেয়েছে, তাঁরা এখন আর পাহাড়ে সীমাবদ্ধ নেই, সুরাবের মতোই একে একে পাকিস্তানের অন্যান্য শহরগুলিকেও নিয়ন্ত্রণে নেবে তারা!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥