আর ভয় নেই বিদ্যুৎ বন্ধ হওয়ার, আদানির সমস্ত বকেয়া মিটিয়ে দিল বাংলাদেশ

Published:

Bangladesh clears all dues to Adani Power
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে সুবুদ্ধি খুলেছে বাংলাদেশের! বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে শেষমেষ সোজা পথেই হাঁটল ইউনূস সরকার। দীর্ঘদিন ভারতীয় সংস্থা আদানি পাওয়ারের মোটা অঙ্কের বকেয়া নিয়ে নানান সমস্যায় জর্জরিত ছিল ওপারের অন্তর্বর্তীকালীন সরকার।

তবে বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই ভারতীয় সংস্থা আদানি পাওয়ারের মোট বকেয়া অর্থাৎ 437 মিলিয়ন ডলার মিটিয়ে দিয়েছে ইউনুসের নেতৃত্বাধীন সরকার। আর এরপরই বাংলাদেশের তরফে ঝাড়খন্ড কেন্দ্রের দুই ইউনিট থেকেই নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ বহাল রাখার অনুরোধ পেয়েছে আদানির সংস্থা।

গত জুনেই বকেয়া মিটিয়ে দিয়েছে বাংলাদেশ

একাধিক রিপোর্ট অনুযায়ী, গত জুন মাসেই আদানি পাওয়ারের 437 মিলিয়ন ডলারের বিদ্যুৎ বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের তরফে এত মোটা অঙ্কের বকেয়া অর্থ মেটানোর ঘটনা এটাই প্রথম। বলে রাখি, বাংলাদেশের তরফে আদানিকে যে বকেয়া অর্থ দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে এবার পূর্বের বকেয়া, বিদ্যুৎ সঞ্চালন ব্যয় ও বিদ্যুৎ ক্রয় চুক্তি সংক্রান্ত যাবতীয় বিষয়ের সমস্যা মিটে গিয়েছে।

গত চার মাসে 100 মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ

আদানির তরফে বকেয়া মেটানোর বার্তা পাওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অবশ্য জানিয়েছিল, যত দ্রুত সম্ভব বকেয়া অর্থের পুরোটাই মিটিয়ে দেবে বাংলাদেশ। এবার সেই মতোই কাজ হয়েছে। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, গত 3 থেকে 4 মাসের মধ্যে প্রায় 100 মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবার পাওনা গন্ডা মিটিয়ে ঝাড়খণ্ডের দুই ইউনিট থেকে নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ বহাল রাখার অনুরোধ এসেছে ওপার থেকে।

অবশ্যই পড়ুন: বিয়ে হয়েছিল দু সপ্তাহও হয়নি, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল রোনাল্ডো সতীর্থর

উল্লেখ্য, তড়িঘড়ি বাংলাদেশের তরফে আদানি পাওয়ারের বকেয়া অর্থ মেটানোর পরই বহু বিশেষজ্ঞ বলছেন, আসলে আদানি পাওয়ারের তরফে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হওয়ার ভয়ে দ্রুত বকেয়া অর্থ মিটিয়ে দিয়েছে ওপারের অন্তর্বর্তী সরকার। যদিও এমন কাজের মধ্যে দিয়ে অন্তত একবার হলেও বাহবা কুড়িয়েছন ইউনূস!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join