তিন বছরে পদ্মা সেতু থেকে কত আয় হল বাংলাদেশের! পরিমাণ চমকে দেওয়ার মতো

Published:

Updated:

Bangladesh earned more than Tk 2,500 crore from Padma Bridge in three years
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পদ্মা সেতু (Padma Bridge) বানিয়েই আয়ের রাস্তা খুলে নিল বাংলাদেশ। ওপারের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, 25 জুন অর্থাৎ গতকাল পদ্মা সেতুর তিন বছর পূর্ণ হয়েছে। আর এই তিন বছরে ওই সেতু দিয়ে পদ্মা পারাপার করেছে মোট 1 কোটি 94 লক্ষ 73 হাজার 607টি যানবাহন। আর সেই সূত্র ধরেই টোল আদায়ের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা ঘরে তুলেছে বাংলাদেশ।

পদ্মা সেতু দিয়েই বিরাট আয়

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাত্র তিন বছরে টোল বাবদ প্রায় 2 কোটি ছুঁইছুঁই যানবাহনের কাছ থেকে টোল বাবদ আড়াই হাজার কোটিরও বেশি রোজগার করেছে ওপারে সরকার। এ প্রসঙ্গে, গতকাল অর্থাৎ বুধবার একাধিক তথ্য দিয়েছে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ।

পদ্মা সেতু থেকে আয়ের পরিমাণ ক্রমশ বেড়েছে

বাংলাদেশের ওই জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন দাবি করছে, 2022-23 আর্থিক বছরে পদ্মা সেতু দিয়ে নদী পারাপার করেছিল 56 লক্ষ 94 হাজার 899টি যানবাহন। আর সেই সূত্রে সে বছর টোল আদায় করে কোষাগারে উঠেছিল 798 কোটি 60 লক্ষ 93 হাজারেরও বেশি টাকা।

তবে পরের বছর পদ্মা সেতুতে যানবাহনের সংখ্যা বাড়তেই লাভের অঙ্কটা গিয়ে দাঁড়ায় 850 কোটি 44 লক্ষ টাকার কাছাকাছি। এবং সবশেষে 2024 সালের জুন থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ওপার বাংলার ওই পদ্মা সেতু দিয়ে 69 লক্ষ 77 হাজার 334টি যানবাহন পারাপার করেছে। যার ফলে, শুধুমাত্র টোল আদায়ের মাধ্যমে এবছর ইউনূস সরকারের আয় হয়েছে 858 কোটি 87 লক্ষ 2 হাজার 550 টাকা।

অবশ্যই পড়ুন: একদম বিনামূল্যে এই ১২ দেশে করা যাবে UPI লেনদেন, বিরাট ঘোষণা ব্যাঙ্কের

প্রসঙ্গত, 2022 সালের 25 জুন প্রথমবারের মতো পদ্মা সেতুর উদ্বোধন করে বাংলাদেশের তৎকালীন হাসিনা সরকার। উদ্বোধনের পরদিন অর্থাৎ 26 জুন তারিখ থেকেই যানবাহন চলাচল শুরু হয় ওই সেতু দিয়ে। এবার তিন বছর পেরিয়ে সেই সেতু থেকেই হাজার হাজার কোটি টাকার আয় নিশ্চিত করল বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join