বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করায় কোনওরকম ক্ষতি হবে না, বলেই জানিয়েছিল বাংলাদেশ (Bangladesh)। আর সেই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে নিজের জালেই জড়িয়ে গেল ওপার বাংলার সরকার। সম্প্রতি ভারত থেকে সুতো আমদানি নিষিদ্ধ করেছে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড।
পদ্মা পাড়ের বোর্ডের এমন পদক্ষেপে বেনাপোল, সোনা মসজিদ, ভোমরা, বুড়িমারি ও বাংলা বন্ধের মতো স্থলবন্দর হয়ে সুতো আমদানি, আর সম্ভব হচ্ছে না। যার জেরে একেবারে মাথায় হাত পড়েছে ইউনূসদের! বলা ভাল, ভারতকে শায়েস্তা করতে গিয়ে একেবারে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে বাংলাদেশ। আশঙ্কা করা হচ্ছে, এমন জোরালো পদক্ষেপের কারণে পোশাক শিল্পে বিরাট ধাক্কা খেতে পারে ওপার বাংলার ব্যবসায়ীরা।
ভারতকে শায়েস্তা করতে গিয়ে লেজে গোবরে ইউনূস!
বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারত থেকে স্থলপথে যে সুতো আমদানি করা হয় তার দাম সমুদ্রপথে আমাদনি করা সুতোর তুলনায় অনেকটাই কম। জানা গিয়েছে, বাংলাদেশে 30টি সিঙ্গেল সুতোর দাম প্রতি কেজিতে 3.40 ডলার। ভারতে সেটা মাত্র 2.90 ডলার। সম্প্রতি বিটিএম অভিযোগ করেছে, স্থলবন্দরগুলিতে পর্যাপ্ত অবকাঠামো ও নিরাপত্তার সুবিধা না থাকায় আমদানিকারকরা কর ফাঁকি দিতেই মিথ্যে ঘোষণা দিয়েছেন।
ইউনূসের সরকারকে দুষছেন রপ্তানিকারকরা
সূত্রের খবর, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এমন পদক্ষেপের কারণে একেবারে অসন্তুষ্ট সে দেশের সুতো রপ্তানিকারকরা। সম্প্রতি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারর্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ হাতেম জানিয়েছেন, বাংলাদেশ সরকারের এমন পদক্ষেপের কারণে বিরাট ক্ষতি হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। রপ্তানিকারকদের খরচ বাড়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রতিযোগিতা আরও কঠিন হতে চলেছে, বলেই জানান তিনি।
অবশ্যই পড়ুন: কোচের সাথে মতবিরোধের জের শেষমেষ ইস্টবেঙ্গল ছাড়লেন ক্লেটন
প্রসঙ্গত, বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদন্ড হল পোশাক শিল্প। আর সেই শিল্পের প্রধান রসদ অর্থাৎ প্রায় 95 শতাংশ সুতো যায় ভারত থেকেই। গত বছর অর্থাৎ 2024 সালে এদেশ থেকে কমপক্ষে 12 লাখ 50 হাজার মেট্রিক টন সুতো আমদানি করেছে বাংলাদেশ। যেই হিসেবটা 2023 সালের তুলনায় 31.5 শতাংশ বেশি। তা জানা সত্ত্বেও এবার একেবারে নিজের দোষেই বিরাট সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছে বাংলাদেশ। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইউনুস সরকারের ভারত থেকে সুতো আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে আত্মঘাতী বলে অভিহিত করছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের সিংহভাগই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |