Indiahood-nabobarsho

ভিডিও গেমের দৃশ্য দেখিয়ে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি! চরম মিথ্যাচার বাংলাদেশের

Published on:

Bangladesh lies about Indian fighter jets exposed

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার সকাল হতেই বদলার মেজাজে ঘুম ভেঙেছে ভারতবাসীর। গতকাল মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে একের পর এক মিসাইল বর্ষণ করে জঙ্গিঘাঁটি গুলিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় বায়ু সেনা। ভারতের অপারেশন সিঁদুরে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে 70 জনেরও বেশি জঙ্গির।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সদ্য ভারতীয় বায়ু সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, সফল সিঁদুর অভিযান সেরে যুদ্ধ বিমানের চালকরা সকলেই নিরাপদে দেশে ফিরেছেন। এমতাবস্থায়, ভুয়ো খবর ছড়িয়ে কৃতিত্ব ফলানোর চেষ্টা করছে পাকিস্তান। সেই তালিকায় নাম জুড়েছে আরেক কাঙাল বাংলাদেশেরও(Bangladesh)! ওপার বাংলার বেশ কিছু সংবাদ মাধ্যম সকাল থেকেই দাবি করে আসছে, পাকিস্থানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাকি ভারতের 5টি যুদ্ধবিমানকে মাটিতে নামিয়ে এনেছে! এহেন আবহে ফাঁস হল দুই বিরোধীর মিথ্যাচার।

ফাঁস হল পাকিস্তান, বাংলাদেশের মিথ্যাচার

ভারতের কাছে কয়েক ঘা খাওয়ার পর হঠাৎ উদয় হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার সকালে, বিবৃতিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কারণে একেবারে রেগে কাঁই হয়ে পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, সময় মতো, হামলার জবাব দেবে পাকিস্তান। প্রধানমন্ত্রীর পাশাপাশি পাকিস্তানের এক সামরিক মুখপাত্র ও তথ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সেদেশে ক্ষতিগ্রস্ততার কথা তুলে ধরেছেন। একই সাথে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফও এক সাক্ষাৎকারে ভারতীয় হামলার কথা জানিয়ে, বিরাট দাবি করেছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা বাহিনী নাকি ভারতের 5টি যুদ্ধবিমানকে মাটিতে নামিয়ে এনেছে। পাক মন্ত্রীর অযৌক্তিক বক্তব্যের পরই যেন নেচে উঠেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। গঙ্গা পাড়ের দেশের নিয়মিত বিরোধীতার মাঝেই সে দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম বুধবার সকাল থেকেই মাঝ আকাশে উড়তে থাকা একটি ড্রোনকে লক্ষ্য করে হামলার ছবি পোস্ট করে আজব দাবি জানিয়েছে। বাংলাদেশের একাধিক জনপ্রিয় সংবাদ মাধ্যম জানায়, ওই ছবিটি নাকি ভারতীয় ফাইটার জেটের! যাকে টার্গেটে এনে মিসাইল ছুঁড়ছে পাকিস্তান।

অবশ্যই পড়ুন: ধোঁকা দিচ্ছে চিনই! ড্রাগনের চিটিংবাজির কারণেই বারবার ল্যাজেগোবরে পাকিস্তান

একটা দুটো নয় পাকিস্তান নাকি একেবারে ভারতের 5টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে বলেই দাবি ইউনূসদের সংবাদ মাধ্যমের। যদিও বাস্তব হল, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেটি ভারতীয় যুদ্ধ বিমানের তো নয়ই, বরং ভিডিও গেমে দেখানো একটি ড্রোন মিসাইলের। আর সেই ছবি পোস্ট করে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি তুলেছে আহাম্মক বাংলাদেশ! যেই খবর প্রকাশ্যে আসতেই বাংলাদেশের সংবাদমাধ্যমগুলিকে ঘিরে ছি ছি রব উঠেছে! একই সাথে মিথ্যাচার ধরা পড়েছে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানেরও।

Bangladesh lies about Indian fighter jets exposed

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group