পাকিস্তানকে সুবিধা পাইয়ে দিতে বিরাট ছক বাংলাদেশের, পাল্টা ঘুঁটি সাজাচ্ছে ভারত

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তলে তলে এত কিছু? চারিদিকে যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শুরু হল গোলাগুলি! এহেন আবহে শোনা যাচ্ছে, বাংলাদেশকে হাত করে ভারতে জোরালো আক্রমণ শনানোর ছক কষছে পাকিস্তান (Pakistan)। সূত্রের যা খবর, বাংলাদেশ নাকি ভারতে হামলা চালাতে পাকিস্তানকে সুবিধা করে দিচ্ছে। কীভাবে? গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তান যাতে সহজে ভারতে হামলা চালাতে পারে সেজন্য বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করার সুযোগ দিচ্ছে ইউনূস সরকার!

ভারতকে বিপাকে ফেলার ছক বাংলাদেশের

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, ভারত যুদ্ধের আভাস দিতেই যুদ্ধ যুদ্ধ জিগির তুলেছে পাকিস্তানও। সে দেশের তরফে প্রতি মুহূর্তে পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকি ভেসে আসছে। ভারতীয়দের রক্ত সিন্ধু নদীতে বইয়ে দেওয়ার মতো হুঙ্কার ছাড়ছেন পাকিস্তানের ক্যাবিনেট মন্ত্রীরা। এমতাবস্থায়, তলে তলে ভারতকে বেকায়দায় ফেলতে নাকি পাকিস্তানের সাথে সরু লাইন করেছে বাংলাদেশ।

খোঁজ নিয়ে জানা গেল, ভারতে হামলা চালানোর জন্য বাংলাদেশের সাহায্য নিতে পারে পাকিস্তান। সূত্রের খবর, ইতিমধ্যেই ভারতকে বেকায়দায় ফেলতে বাংলাদেশের আকাশ পথ ব্যবহার করার পথে হাঁটছে শেহবাজের দেশ! একেবারে গোপনে, তৈরি হচ্ছে নীল নকশা। ইতিমধ্যেই গোয়েন্দা সূত্রে সেই খবর পেয়ে, বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তেও জারি রয়েছে হাই অ্যালার্ট।

কোন অঞ্চলকে টার্গেট করছে পাকিস্তান?

বেশ কয়েকটি সূত্র যা জানাচ্ছে, বাংলাদেশের আকাশ পথ ব্যবহার করে খুব সম্ভবত ভারতের পশ্চিমবঙ্গের অসম-ত্রিপুরার একাধিক অঞ্চল গুলিকে টার্গেটে নিয়ে হামলা চালাতে পারে পাকিস্তান। এছাড়াও, বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন, পাকিস্তান যদি যুদ্ধে নামে তবে সেক্ষেত্র রাজস্থান সীমান্ত এবং জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জোনে হামলার আশঙ্কা থাকছে। মনে করা হচ্ছে, ওই অঞ্চলগুলিতে মূলত ফাইটার জেট দিয়ে হামলা চালাতে পারে পাকিস্তান। আর এই হামলা বাংলাদেশের সাহায্য নিয়ে বাস্তবায়িত করতে পারে পশ্চিম দিকের প্রতিবেশী।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেল ইডেনের ম্যাচ, KKR-র লাভ হল না ক্ষতি? দেখুন প্লে-অফের সমীকরণ

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের জামানা শুরু হতেই ভারতের সাথে সখ্যতা হ্রাস ও সন্ত্রাসবাদের আশ্রয়দাতা হিসেবে খ্যাত পাকিস্তানের সাথে বন্ধুত্ব গভীর করেছে বাংলাদেশ। সেই তালিকায় বাদ যায়নি চিনও। সম্প্রতি চিন সফরে গিয়ে ইউনূস যে ভারতের বিরুদ্ধে একাধিক কুচুটে বুদ্ধি ফেঁদে এসেছেন সে কথা এখন জানতে বাকি নেই কারোরই। এমতাবস্থায়, বিরোধী পাকিস্তানের সাথে নতুন ছক কষে ভারতকে শায়েস্তা করতে চাইছে ওপার বাংলার সরকার! তবে সেই সম্ভাবনা বাস্তবায়িত হলে ভারতের তরফে অস্বস্তিকর জবাব পাবে বাংলাদেশও!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥