ঢাকা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির আশঙ্কা বাংলাদেশের

Published:

Bangladesh may loses over 1 billon dollars due to Dhaka Airport Fire
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Dhaka Airport Fire) ঘটনায় বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। বাংলাদেশের সংবাদমাধ্যম জাগো নিউজ 24 এর প্রতিবেদন অনুযায়ী, এই অগ্নিকাণ্ডের ফলে ব্যবসায়ীদের পাশাপাশি ওপার বাংলার বস্ত্র শিল্পসহ সামগ্রিক বাণিজ্য ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেতে চলেছে বলেই দাবি ওদেশের ব্যবসায়ীদের।

বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় কী কী ক্ষতি হতে পারে?

প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট কবীর আহমেদ খানকে ঢাকা বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সরাসরি কতটা ক্ষতি হতে পারে, তার হিসেব এই মুহূর্তে করা যাচ্ছে না। তবে এর কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের আমদানি ও রপ্তানিতে অন্তত এক বিলিয়ন ডলারেরও বেশি প্রভাব পড়তে পারে।’

ইন্টারন্যাশনাল এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের এয়ার কার্গোতে আমদানি এবং রপ্তানির মালের মধ্যে তৈরি হওয়া পোশাক এবং টেক্সটাইল খাতের এক তৃতীয়াংশ মাল থাকে। দেশটির অন্তত 60টি ইন্টারন্যাশনাল এয়ার কার্গো কুরিয়ারের মাধ্যমে আমদানি এবং রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। এদিকে বিমানবন্দরের যে কার্গো ভিলেজে আগুন লেগেছিল সেখানে মূলত আমদানি এবং রপ্তানির জন্য বিভিন্ন পণ্য সংরক্ষণ করে রাখা হয়।’

কবীর আহমেদের কথায়, ‘বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় কার্গো এক্সপ্রেস, ওয়্যারহাউস, পণ্যবাহী বিমান সহ বিমানবন্দরের অবকাঠামো ও সামগ্রিক কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছে। আগামী দিনে এর কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন দেশের ব্যবসায়ীরা। দেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থাও বড় ধরনের ধাক্কা খেতে পারে।’ এদিন একই সুর শোনা গিয়েছিল বাংলাদেশের পোশাক শিল্পের মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ-নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে শামীম এহসানের গলাতেও। তাঁরও দাবি, ‘আগামীতে দেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যা বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি বয়ে আনবে।’

এছাড়াও বাংলাদেশের বহু ব্যবসায়ীর দাবি, ‘বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পর কাঁচামাল না পাওয়ায় অর্ডার বাতিল হয়ে যাওয়া, অতিরিক্ত অর্থ দিয়ে কার্গোতে করে পণ্য পাঠানো, স্যাম্পল না পাওয়ায় অর্ডার কনফার্ম করতে না পারার মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে।’

অবশ্যই পড়ুন: ‘২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী, জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতা!’ ভবিষ্যদ্বাণী কুণালের

উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হোল্ড’ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। যার জেরে তৎক্ষণাৎ ঢাকা বিমানবন্দরে সাময়িকভাবে ওঠানামা স্থগিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, কার্গো হোল্ড এলাকায় আগুন লাগার পর তা ক্রমশ ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অঞ্চলেও। তাতে সংরক্ষিত আমদানি পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join