হাসিনা পর বাংলাদেশে সেনা বিরোধী স্লোগান! কার সরকার চাই? জানাল আন্দোলনকারীরা

Published on:

bangladesh army government

ইন্ডিয়া হুড ডেস্কঃ  টানা ১৫ বছর ক্ষমতার অবসান হল বাংলাদেশে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগের সরকারের অবসান ঘটেছে ওপার বাংলায়। শুধু তাই নয়, প্রাণের ভয়ে রীতিমতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দিল্লিতে গিয়ে ঠাঁই নিয়েছেন শেখ হাসিনা। একপ্রকার হিংসার জেরে দফায় দফায় অশান্ত হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশে এই চলমান হিংসার কবলে পড়ে প্রায় ৫০০ জন মানুষের মৃত্যু হয়েছে। এখন বাংলাদেশের সাময়িক ‘শাসন’ সেনার হাতে। কিন্তু আচমকাই এবার সেনা বিরোধী স্লোগান তুলতে শোনা গেল আন্দোলনকারীদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মঙ্গলবার ভোরে নয়া স্লোগান

মঙ্গলবার ভোরে নয়া স্লোগানে মুখরিত হয়ে উঠল বাংলাদেশের রাস্তা। আন্দোলনকারীদের দাবি, ‘সেনা সমর্থিত সরকার মানব না’। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ঢাকা ছেড়েছেন। টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। একাধিক রিপোর্টে বলা হয়েছে, বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এদিকে রবিবার ছুটির দিনে বাংলাদেশের রাস্তায় ভয়াবহ সংঘর্ষ হয়, যাতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩০০ জনে দাঁড়ায়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

অন্যদিকে সেনা সাময়িক পরিস্থিতি সামলালেও বিএনপি, জামাত সহ আওয়ামি লিগ বিরোধী সব রাজনৈতিক দল সরকার গড়ার বিষয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তবে সেনা শাসন মানতে নারাজ সিংহভাগ মানুষ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আন্দোলনকারীদের বড় দাবি

সেনা শাসন কিংবা রাষ্ট্রপতি শাসন মানতে নারাজ আন্দোলনকারীরা। তাঁরা কাকে চান সেই কথা সাফ সাফ জানিয়ে দিয়েছেন। আন্দোলনকারীরার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুসকে চায়। ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজ ভোরে জানান, ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে তারা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group