Indiahood-nabobarsho

আতঙ্কের আবহাওয়া বাংলাদেশেও? ভারত-পাকিস্তান অশান্তির মাঝে শান্তি চাইল ইউনূসরা

Published on:

Bangladesh

প্রীতি পোদ্দার, ঢাকা: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মারা গিয়েছিলেন মোট ২৬ জন। নিরীহ, নির্দোষ, নিরস্ত্র পুরুষদের ধর্ম বেছে বেছে হত্যা করা হয়েছিল। আর তারপরেই এই হামলার প্রতিবাদে ফুঁসছিল গোটা ভারত। অবশেষে সেই হামলার বদলা নিল ভারতীয় সেনা। গতকাল মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। ‘‌অপারেশন সিঁদুর’‌–এ মোট ন’‌টি জায়গায় আঘাত হেনেছে ভারতীয় বাহিনী। গুঁড়িয়ে দিয়েছে জঙ্গি ঘাটি। অন্যদিকে এই যুদ্ধের আবহে এবার গলা শুকোচ্ছে বাংলাদেশের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যুদ্ধের আবহে মুখ খুলল বাংলাদেশ

বাংলাদেশে (Bangladesh) সরকার পরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অনেক অবনতি দেখা গিয়েছিল। এমনকি মাঝে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগও বেশ বেড়ে গিয়েছিল। এদিকে কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে দক্ষিণ এশিয়ায় ক্রমেই পারদ চড়ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। যখন তখন যুদ্ধ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা যখন চারিদিকে ঠিক তখনই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেন বাংলাদেশের বিদেশ দফতরের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এবং সেই কথোপকথনে প্রশ্ন ওঠে, ভারতকে কি বাংলাদেশ কোনও বার্তা দিতে চায়?

যুদ্ধ নয় শান্তি চায় বাংলাদেশ

পাকিস্তানের এই যুদ্ধ সংক্রান্ত প্রশ্নের জবাবে তখন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, দক্ষিণ এশিয়ায় কোনো ধরনের সংঘাত চায় না বাংলাদেশ। যেকোনো সমস্যার আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হোক, এমনই চায় বাংলাদেশ। আর এই উত্তরে পাল্টা প্রশ্ন ওঠে এই যে তবে কি ভারত পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশকে পাশে পেতে চায় ইসলামাবাদ। তবে সেই প্রশ্নের উত্তরে তৌহিদ স্পষ্ট জানান যে, “ না, আমার কাছে ইসলামাবাদ কোনো সহযোগিতা চায়নি। বাংলাদেশ সবসময় চায় যে শান্তি বজায় থাকুক।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ৪ মাসের বকেয়া সহ বর্ধিত DA, কর্মী ও পেনশনভোগীদের জন্য নয়া ঘোষণা সরকারের

ভারতকে কী বার্তা বাংলাদেশের?

এছাড়াও এদিন সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন আরও জবাব যে, “যুদ্ধের উত্তেজনা প্রশমনে যাতে ব্যবস্থা নেওয়া হয়। এবং উত্তেজনা বাড়তে পারে, এমন কোনো ঘটনা যাতে না ঘটে, এটাই বাংলাদেশের প্রত্যাশা। আমরা চাই যে আলাপ-আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান হোক।” সেক্ষেত্রে ভারতকে কী বার্তা দেবে বাংলাদেশ জানতে চাওয়ায় তিনি বলেন, “ইসলামাবাদ থেকে যেহেতু ফোন এসেছে, তাই জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ শান্তি চায়। কিন্তু যদি দিল্লি আমার কাছে জানতে চায়, তাহলে আমি একই কথা বলব। তবে তারা না চাইলে আমার তো আগবাড়িয়ে কিছু বলার প্রয়োজন নেই।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group