বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের আরও একবার কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের রাজপথে নামলো ওপার বাংলার পড়ুয়ারা (Bangladesh Student Protest)। গত বছর ঠিক যে কারণে ছাত্র আন্দোলনের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হয়েছিলেন শেখ হাসিনা, এবারও ঠিক একই বিষয়কে কারণ করে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে সামনে রেখে আন্দোলনে পা বাড়ালেন বাংলাদেশের প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা।
অন্তর্বর্তী সরকারের আমলেও হয়নি কোটা সংস্কার
শেখ হাসিনার পতনের পরই বাংলাদেশের শাসন গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। কিন্তু সেই সরকারেরও কার্যকাল প্রায় শেষের মুখে। শীঘ্রই বাংলাদেশে আয়োজিত হতে চলেছে জাতীয় নির্বাচন। কিন্তু তার আগেও হল না কোটা সংস্কার।
মূলত সে কারণেই এবার পদ্মা পাড়ের দেশে আন্দোলনে নামলেন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে দেশটির ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি।
জানা যায়, গতকাল অর্থাৎ বুধবার আন্দোলনকারীরা সকাল 11টা নাগাদ বাংলাদেশের শাহবাগ মোড় ঘেরাও করেন। পরবর্তীতে দুপুর গড়ালে পড়ুয়াদের একটি বিরাট দল প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের যমুনা ভবনের দিকে এগোয়ে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, পড়ুয়ারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোতে গেলেই তাঁদের বাধা দেয় পুলিশ। ছাত্রদের বিক্ষোভ ঠেকাতে পুলিশের বিরুদ্ধে সাউন্ড গ্রেনেড, জলকামান এমনকি কাঁদানে গ্যাস ছড়ানো অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করে পুলিশ। যদিও ক্ষমতা হারানোর আগে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে পুরনো ভয় জেঁকে বসেছে মহম্মদ ইউনূসের মনে!
অবশ্যই পড়ুন: খোদ শহর কলকাতায় বাংলায় কথা বলায় বাংলাদেশী আখ্যা দেওয়া হল তরুণীকে! ভাইরাল ভিডিও
তিন দাবিতেই আন্দোলন
ওপার বাংলার সংবাদমাধ্যম সূত্রে যা খবর, প্রধানত তিনটি দাবি নিয়েই আন্দোলনে পা বাড়িয়েছেন বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা। যার মধ্যে রয়েছে, প্রথমত নবম গ্রেড সহকারি প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতায় বিএসসি অর্জন করা। দ্বিতীয়ত, দশম গ্রেডে এই মুহূর্তে শুধুমাত্র ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সেখানে উচ্চ ডিগ্রিধারীদের আবেদন করার ব্যবস্থা করে দিতে হবে। এবং সবশেষে যাঁরা শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করবেন তারাই যেন ইঞ্জিনিয়ার লিখতে পারেন সেই ব্যবস্থা করা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |