বস্ত্র শিল্পে বাংলাদেশের ক্ষতির মধ্যেই জাঁকিয়ে বসল ভারত, ব্যবসায় বিরাট বৃদ্ধি

Published:

Updated:

Bangladesh suffers major setback in textile industry
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের অর্থনীতির মূল মাথা পোশাক শিল্প। আর সেই শিল্পই যদি ভেঙে পড়ে তাহলে দেশের হাল কেমন হবে তা কল্পনা করতে পারছেন অনেকেই। তবে সেই কল্পনার জগত ছাড়িয়ে এবার বাস্তবের মাটিতে পা রেখেছে ওপার বাংলার দুর্দশা। শোনা যাচ্ছে, পদ্মা পাড় (Bangladesh) থেকে ক্রমশ আগ্রহ সরিয়ে ভারতের দিকে ঝুঁকছেন বহু ব্যবসায়ী।

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারত স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করায় প্রথমত একেবারে মুখ থুবড়ে পড়েছে ওপার বাংলার টেক্সটাইল শিল্প! এমতাবস্থায়, ইউনূসের বাংলাদেশের বস্ত্র শিল্পের দুর্দশার মাঝে এবার আশার আলো দেখছে ভারতীয় বস্ত্রবয়ন শিল্প। শোনা যাচ্ছে, বাংলাদেশের পোশাক শিল্প হামাগুড়ি দেওয়ায় ভারতকেই বাণিজ্যের সেরা ঠিকানা বলে বিবেচনা করছেন অনেকেই।

বাংলাদেশের দুর্দিনে ভারতীয় বস্ত্র শিল্পে জোয়ার

বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে, ওপার বাংলার টেক্সটাইল শিল্প কার্যত মুখ থুবড়ে পড়ায় মাথায় হাত পড়েছে ও দেশের অসংখ্য ব্যবসায়ীর। তার ওপর স্থলপথে প্রতিবেশী ভারতে রপ্তানি পুরোপুরি বন্ধ! সব মিলিয়ে ইউনূসের শাসনকালে একপ্রকার না খেতে পেয়ে মরার জোগাড় ওপার বাংলার বস্ত্র শিল্পের সাথে যুক্ত পরিবারগুলির!

তবে একদিকে বাংলাদেশের বস্ত্রবয়ন শিল্প যেখানে একপ্রকার ফিকে হয়ে আসছে, ঠিক সেই সময়ে রঙিন হয়ে আশার আলো দেখাচ্ছে ভারতীয় টেক্সটাইল শিল্প। প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা ও চিনের ওপর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্কনীতির কারণে বর্তমানে সবচেয়ে সস্তায় ব্যবসার সেরা ঠিকানা হয়ে উঠেছে ভারত। মূলত সেই কারণেই, গত মে মাসে অন্তত 11.3 শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের টেক্সটাইল রপ্তানি।

অবশ্যই পড়ুন: সেভেন সিস্টার্সের পর এবার ইউনূসের গলায় বঙ্গোপসাগর! সমুদ্রনীতি গড়বে বাংলাদেশ

হঠাৎ কেন বাংলাদেশকে বাদ দিয়ে ভারতের দিকে ঝুঁকছেন ক্রেতারা?

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে বহু বিশেষজ্ঞ মনে করছেন, বিশ্বের বহু দেশ এখন ট্রাম্পের শুল্ক নীতির প্যাঁচে পড়ে ধুঁকছে! এমতাবস্থায়, পোশাক শিল্পের ক্ষেত্রে বাংলাদেশ কার্যত অনেকটাই পিছিয়ে। কারণ হিসেবে বিশ্লেষকদের দাবি, হাসিনা সরকারের পতন হতেই ইউনূসের নেতৃত্বে চলা সরকারের নানান অনৈতিক পদক্ষেপ সহ ওদেশের রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে এবার বাংলাদেশ বিমুখ হচ্ছেন ক্রেতারা।

তাছাড়াও বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তেজনার কারণে পোশাক সরবরাহের মতো ধারাবাহিক প্রক্রিয়ায় ছেদ এসেছে, যা একেবারেই কাম্য নয়। সব মিলিয়ে, পোশাক সরবরাহ বা রপ্তানিতে ছেদ আসায় বাংলাদেশ থেকে সরে ধীরে ধীরে ভারতের দিকে ঝুঁকছেন বহু ক্রেতা। তাছাড়াও ভারত থেকে বস্ত্র আমদানি অনেকটাই সস্তা এবং সহজ। আর সেই সব বিষয়গুলিকে সামনে রেখে এবার ক্রমশ লাভের পথে ভারতীয় বস্ত্রবয়ন শিল্প।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join