চিন অতীত! ঋণ পেতে এবার জাপানের শরণে ইউনূস

Published:

Updated:

Bangladesh
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পড়শি দেশের (Bangladesh) রাজনৈতিক মঞ্চে ফের চাপানউতোর উত্তেজনা! সরকারি কর্মচারীদের আন্দোলন থেকে শুরু করে বিরোধীদের চাপ, সাধারণ মানুষের মধ্যে জমতে থাকা ক্ষোভ যেন দেশটির রাজনৈতিক আগুনে আরও ঘি’র ছিটে মারছে। একের পর এক শুরু হচ্ছে অভ্যন্তরীণ বিস্ফোরণের ঘটনা।

প্রসঙ্গত এই উত্তাল পরিস্থিতিকে সামনে রেখে দেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বিদেশ সফরে পাড়ি জমিয়েছেন। আর এবার তার গন্তব্য জাপান! প্রসঙ্গত জাপান এমন এক দেশ, যার সঙ্গে চিনের রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। আর এখন সেই জাপানের কাছেই হাত পাততে গিয়েছে শান্তিতে নোবেলজয়ী ইউনূস।

কোথায় যাচ্ছেন ইউনুস?

সূত্রের খবর, আগামী 29 এবং 30 মে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে চলেছে নিক্কেই ফোরাম সম্মেলন। জানা যাচ্ছে, এটি একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সম্মেলন, যেখানে বহু দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেই সূত্র ধরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস সেখানে যোগ দিতে চলেছেন। সূত্রের খবর, তিনি চার দিনের সফর করবেন, যা শুরু হবে আগামী মঙ্গলবার থেকে।

তবে এখানে শুধু অংশ নেবেন না তিনি। এই সফরের মূল উদ্দেশ্য জাপানের কাছ থেকে 100 কোটি মার্কিন ডলার ঋণ আদায়ের পরিকল্পনা। হ্যাঁ, এমনটাই ফাঁদ পেতেছেন ইউনূস। জানা যাচ্ছে, এই ঋণ মিলবে স্বল্প সুদে, যা দেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগবে।

আরও পড়ুনঃ পাঁচ বছরে ১২ লক্ষ ৩০ হাজার সুদ! প্রবীণদের জন্য দারুণ স্কিম পোস্ট অফিসের

হতে পারে সাত-সাতটি চুক্তি

তবে এ বিষয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব নুরুল আলম সিদ্দিকী সাফ জানিয়েছেন, এই সফরকালে সাতটি দ্বিপাক্ষিক চুক্তি এবং সমঝোতা পত্র সাক্ষরিত করতে পারেন মহম্মদ ইউনূস। এর ভিতরে থাকছে অবকাঠামগত উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা, বাণিজ্যিক সম্পর্ককে মজবুত করা এবং বিনিয়োগ সংক্রান্ত সহায়তা।

তবে বাংলাদেশের এখন চিত্রটা যেন সম্পূর্ণ ভিন্ন। সরকারি কর্মচারীদের একাংশ এখন সরকারের বিরুদ্ধে কর্মবিরতির ডাক দিয়েছে। এমনকি রাজপথে চলছে বিক্ষোভ, আন্দোলন। আর জনগণের মধ্যে ক্ষোভ দিনের পর দিন বাড়ছে। যারা বিশেষ করে দীর্ঘদিন বেতন পাননি বা সুযোগ সুবিধা পাচ্ছেন না, তারা আর্থিক অনিশ্চয়তার মুখে পড়ে পথে নামছেন। আর সেই আবহে ইউনূসের এইসব কাজকর্ম কতটা যুক্তিসঙ্গত তা সময়ই বলে দেবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join