ভাঙা রেললাইনে পাটের বস্তা গুঁজে চালানো হচ্ছে ট্রেন! বাংলাদেশের ভিডিও ভাইরাল

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা বিশ্ব যেখানে প্রযুক্তির দুনিয়ায় হাইস্পিড রেলওয়ের পেছনে ছুটছে, সেখানে বাংলাদেশে ভাঙা রেল ট্র্যাকে পাটের বস্তা গুঁজে চালানো হচ্ছে ট্রেন। অবাক লাগলেও ইউনূসের দেশের এমন বেহাল অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Bangladesh Viral Video)। প্রায়শই বাংলাদেশের বহু সংবাদমাধ্যমেও ওপারের চূড়ান্ত অব্যবস্থার ছবি ফুটে ওঠে। এবার ভেসে এল নেট দুনিয়ায়।

ভাইরাল ভিডিও

সম্প্রতি শাহারিয়ার আহমেদ নামক এক ব্যক্তির ফেসবুক হ্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। ভিডিওটিতে বাংলাদেশের একটি রেল ট্রাকের উপর দাঁড়িয়ে এক ব্যক্তি বলছেন, ‘এখানে রেল লাইনে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়েছে। দেখুন এখানে রেললাইন 8 ইঞ্চি ভাঙা.. ‘এরপরই খানিকটা ঠাট্টার ছলেই ওই বাংলাদেশী ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘বিশ্বের আর কোথাও এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিনা জানিনা… তবে বাংলাদেশে কিন্তু এভাবেই ট্রেন চালানো হচ্ছে…’

ভিডিওটিতে দেখা যায়, একটি রেল ট্র্যাকের প্রায় 8 ইঞ্চি মতো জায়গা ভাঙা। সেখানেই একটি পাটের বস্তাকে কয়েক ভাজ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে… ভাইরাল ভিডিওটির উপস্থাপকের দাবি, এভাবেই বাংলাদেশের বেশিরভাগ এলাকায় ট্রেন চলাচল অব্যাহত রয়েছে… যদিও ভিডিওটির সত্যতা যাচাই করিনি আমরা।

অবশ্যই পড়ুন: বিহার ভোটে বামেদের প্রার্থী প্রয়াত অভিনেতা সুশান্ত সিংয়ের বোন, কে এই দিব্যা গৌতম? 

উল্লেখ্য, গত আগস্টে বাংলাদেশের রাজশাহীতে একটি ভাঙা রেললাইনের উপর পাটের বস্তা গুঁজে তার উপর থেকে ট্রেন চালানোর খবর সামনে এসেছিল। বাংলাদেশের সংবাদমাধ্যম বিডি প্রতিদিনের দাবি, রাজশাহীর নতুন বুধপাড়া এলাকার লেভেল ক্রসিংয়ের কাছে এই ঘটনাটি ঘটেছিল। এ প্রসঙ্গে বাংলাদেশের এক নাগরিক জানান, ‘দেশের অনেক জায়গাতেই ভাঙা রেললাইনের উপর বস্তা গুঁজে দিয়ে ট্রেন চালানো হচ্ছে! এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনই বাড়ছে প্রাণ হানির আশঙ্কাও।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join