প্রীতি পোদ্দার, ঢাকা: গত বছর আগস্ট মাসে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই গোটা বাংলাদেশ জুড়ে চলছে মৌলবাদের রমরমা। ক্রমেই হিন্দু বিদ্বেষ লাগাতার বেড়ে চলেছে। নতুন করে সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে একাধিক জঙ্গি সংগঠন। মাঝে দেখা গিয়েছিল মহম্মদ ইউনূস এর সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব তৈরি হয়েছিল। চলছে বড় চক্রান্ত। আর এই আবহেই এক মৌলবাদীর নেতার ভিডিও-টি নজর কেড়েছে সকলের। যা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি।
ঘটনাটি কী?
সম্প্রতি ‘ভয়েজ অফ হিন্দু’ নামে বাংলাদেশের এক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মৌলবাদী নেতা ফারুকির (Maulana Abdul Quddus Faruqi) তীব্র উসকানিমূলক ওই ভিডিও শেয়ার করা হয়েছে। আর সেই ভিডিও সূত্রে ওই মৌলবাদী নেতাকে বলতে শোনা গিয়েছে যে, “বাংলাদেশের সেনা যদি কলকাতা দখলের পরিকল্পনা করে তাহলে আমার কাছে এক পরিকল্পনা রয়েছে। আর সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে লাগবে না ৭০টা যুদ্ধ জাহাজ এবং ৭টা সাধারণ বিমানও। কারণ কলকাতার বাসিন্দারা রক্ত দেখলেই ভয় পায়। তাই বাংলাদেশ সেনা একবার অনুমতি দিলে ওখানে আত্মঘাতী বাহিনী পাঠিয়ে সব ধ্বংস করে দেওয়া একেবারেই কঠিন নয়।”
ভাইরাল ভিডিওতে কী জানিয়েছেন মৌল নেতা?
এছাড়াও সেই ভিডিওতে মৌলবাদী নেতা ফারুকি আরও দাবি করেন যে, এই পরিকল্পনা অনেকটা তালিবান পন্থার মত। যেভাবে তালিবানরা শরীরে বোমা বেঁধে আমেরিকার সেনার ক্যাম্পের সামনে গিয়ে বিস্ফোরণ ঘটাত, এবং শয়ে শয়ে মানুষের মৃত্যু হত ঠিক একইভাবে হামলা হবে কলকাতাতে। যত পারব আত্মঘাতী হামলা ঘটাব।” অর্থাৎ ‘নিজে মরো এবং সকলকে মারো’, তালিবান প্রকল্প বাস্তবায়িত করতে চাইছেন এই মৌলবাদী নেতা। বাংলাদেশের মৌলবাদীর এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: ড্রাগের সমস্যা, অত্যাচার করত প্রেমিকা! রিঙ্কু পুত্রর মৃত্যু নিয়ে মুখ খুললেন দিলীপ, কুণাল
ইতিমধ্যেই ওই মৌলবাদী নেতার ভিডিওটি প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষ দেখেছেন। এছাড়াও Hasan Media নামের যে ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়েছিল, সেখানে এর আগে, জঙ্গিগোষ্ঠী আল-কায়দার শাখা সংগঠন আনসারুল্লা বাংলা টিমের জশিমউদ্দিন রহমানির ভিডিও-ও আপলোড করে। প্রায়, ফারুকি নিজেও ফেসবুকে এমন বিদ্বেষপূর্ণ মন্তব্যের ভিডিও পোস্ট করেন নিয়মিত। বিশেষ করে ভারত ও হিন্দু বিদ্বেষী মন্তব্য করতে শোনা যায় তাঁকে। এমনিতেই ভারত ও পাকিস্তানের মধ্যে এক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আর এরই মাঝে বাংলাদেশ থেকে আসা এমন হুমকি মোটেই ভালো চোখে দেখছে না গোয়েন্দা বিভাগ। তাই ওই মৌলবাদী নেতার কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তাঁরা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |