ইউনূস জামানায় বাংলাদেশে বেশি কালোবাজারি! সুইস ব্যাঙ্কে জমা অর্থের হার চমকে দেবে

Published:

Bangladeshi money in Swiss banks has increased 33 times
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইউনূস জামানায় কত কিনা দেখে নিল বাংলাদেশবাসী। সম্প্রতি অভিযোগ উঠেছিল, বাংলাদেশিদের কাড়ি কাড়ি অর্থ পাচার করা হচ্ছে বিদেশে। ফলত, স্বাভাবিকভাবেই সেই অর্থ ফিরিয়ে নিয়ে আসার বার্তা দেওয়া হয়। এমতাবস্থায়, হঠাৎ ঘুরে গেল পাশা!

বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে খবর, শান্তিতে নোবেলজয়ীর জামানায় গত এক বছরে সুইস ব্যাঙ্কে জমা বাংলাদেশিদের অর্থের (Bangladeshi Money In Swiss Bank) পরিমাণ 33 গুণ বেড়ে গিয়েছে। আর এর পরই প্রশ্ন উঠছে ইউনূস সরকারের বিরুদ্ধে। অধিকাংশেরই দাবি, এই অল্প কয়েদিনেই দুর্নীতির সাথে একেবারে আদ্যপ্রান্ত জড়িয়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সুইস ব্যাঙ্কে জমে থাকা অর্থের বিরাট উত্থান

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে, 2023 আর্থিক বছরে সুইস ব্যাঙ্কে জমে থাকা বাংলাদেশিদের অর্থের পরিমাণ দাঁড়িয়েছিল 1 কোটি 77 লক্ষ সুইস ফ্র্যাঙ্ক। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশিদের অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে এমন একাধিক জটিল পরিস্থিতির মাঝে এবার সুইস ব্যাঙ্কে থাকা ওপার বাংলার জনগণের অর্থের পরিমাণ বেড়ে দাঁড়াল 58 কোটি 95 লক্ষ সুইস ফ্র্যাঙ্কে।

একাধিক রিপোর্ট খতিয়ে দেখে জানা গেল, গত বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশিদের সুইস ব্যাঙ্কে জমে থাকা অর্থের পরিমাণ ছিল 57 কোটি 18 লক্ষ ফ্র্যাঙ্ক। তবে হাসিনা জামানা শেষ এবং ইউনূস জামানা শুরুর পর বাংলাদেশিদের সুইস অ্যাকাউন্টের রাশি একেবারে তরতরিয়ে বেড়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যম বলছে, 2022-23 আর্থিক বছরে যেখানে সুইস ব্যাঙ্কে জমা অর্থের পরিমাণ কমে ছিল, ইউনূসের শাসনকাল 2024 আর্থিক বছরে তার পরিমাণ একেবারে লাফিয়ে লাফিয়ে কয়েকগুণ বেড়েছে।

অবশ্যই পড়ুন: অভিযোগের দিন শেষ, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে অডিও-ভিডিও কল! তোড়জোড় Vi-র

প্রসঙ্গত, সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন ওপার বাংলার প্রধান উপদেষ্টা ইউনূস। সেখানেই ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সাথে দেখা করে বিদেশে থাকা অর্থ বাংলাদেশ ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন ইউনূস। তবে সেই সাধ মেটেনি। ইউনূসের সাথে আলোচনা তো দূর, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখাই করতে পারেননি ওপার বাংলার নোবেলজয়ী।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join